- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৭, ২০২৩
নতুন বছরে রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন বি পি গোপালিকা
নতুন বছর ২০২৪ এ রাজ্যের শীর্ষ আমলা পদে নতুন মুখ আসতে চলেছে। বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছয় মাসের এক্সটেনশনে রয়েছেন। তাঁর এই এক্সটেনশনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। সূত্রের খবর, এরপর নতুন মুখ্যসচিব হতে চলেছেন বি পি গোপালিকা। তিনি বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। হরিকৃষ্ণ দ্বিবেদীর পর তিনিই মুখ্যসচিব হিসেবে দায়িত্বে আসতে পারেন বলে খবর। প্রসঙ্গত, বুধবার মন্ত্রিসভার বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বি পি গোপালিকাকে পরবর্তী মুখ্যসচিব করার বিষয়ে এদিনের ক্যাবিনেট বৈঠকে ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
হরিকৃষ্ণ দ্বিবেদীর মুখ্যসচিব হিসেবে মেয়াদকাল শেষের পর নতুন মুখ্যসচিব কে হতে চলেছেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল প্রশাসনিক মহলে। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল বর্তমান স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে নিয়েও। এবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও নতুন মুখ্যসচিব হিসেবে উঠে এল সেই ভগবতী প্রসাদ গোপালিকার নাম।
বি পি গোপালিকা বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্রসচিব। এটিও রাজ্যের শীর্ষ আমলা স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ। সেক্ষেত্রে বি পি গোপালিকা যদি মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তবে স্বরাষ্ট্রসচিব হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে নবান্নের প্রশাসনিক মহলে।
উল্লেখ্য, গোপালিকা মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেও তাঁর অবসরের জন্য বাকি থাকবে হাতে গোনা পাঁচ মাস। যদি এরপর এক্সটেনশন না দেওয়া হয়, তাহলে ফের নতুন কাউকে মুখ্যসচিব হিসেবে দেখা যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কাকে বি পি গোপালিকার জায়গায় স্বরাষ্ট্র সচিব করা হবে তা নিয়ে নবান্ন এখনও কিছু ঠিক করেছে বলে জানা যায়নি।
❤ Support Us