- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৮, ২০২৫
অভিবাসন বিলের অপব্যবহারের আশঙ্কা, যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর দাবি বিরোধীদের

বৃহস্পতিবার লোকসভায় পাস হওয়া অভিবাসন ও বিদেশী বিল ২০২৪–এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানালেন বিরোধী নেতারা। বিরোধী নেতাদের মতে, ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৪’–এ অভিবাসন কর্তাদের চূড়ান্ত ক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে। বিজেপি সরকার তার সমালোচকদের লক্ষ্য করে এই বিল অপব্যবহার করবে। বিলটি পর্যবেক্ষনের জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়েছেন দেশের বিরোধী দলগুলো।
কংগ্রেসের মনীশ তেওয়ারি এবং অন্যান্য সাংসদরা অভিযোগ করেছেন যে, বিলটিতে আইন এবং মৌলিক অধিকারের মধ্যে ভারসাম্যের অভাব রয়েছে। তাঁদের বক্তব্য, কেন্দ্রের মোদি সরকার নির্বাচনের সময় বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা করছে, কিন্তু গত ১১ বছর ধরে পরিস্থিতি মোকাবেলায় কিছুই করেননি। বিরোধীরা মার্কিন সরকারকে শৃঙ্খলিত ভারতীয় অভিবাসীদের নির্বাসিত করার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। প্রশ্ন তুলেছেন যে ভারতের যদি সত্যিই শক্তিশালী আন্তর্জাতিক অবস্থান গ্রহন করে থাকে, তাহলে কেন এত ভারতীয়কে ‘ডাঙ্কি পথ’ নিতে বাধ্য করা হচ্ছে।
ডিএমকে–র কানিমোঝি বলেছেন যে, বিলটি তিন দশক ধরে তামিলনাড়ুতে বসবাসকারী ৯০,০০০ শ্রীলঙ্কান তামিলের স্বার্থকে আঘাত করবে। মনীশ তেওয়ারি বলেন যে, বিলের বিধানগুলি সরকারকে অব্যাহতি বিভাগ নির্ধারণের জন্য স্বেচ্ছাচারী ক্ষমতা প্রদান করবে। অভিবাসন কর্মকর্তার সিদ্ধান্ত চূড়ান্ত হবে, এমন ধারাটির তীব্র সমালোচনা করেন মনীশ তেওয়ারি। আরজেডি–র সুধাকর সিং, এসপি–র রাজীব রায়, আরএসপি–র এনকে প্রেমচন্দ্রন, তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, সিপিআই–এমএলের রাজা রাম সিং, আপের মালবিন্দর কাং, কংগ্রেসের মনোজ কুমার, সিপিএমের কে রাধাকৃষ্ণণ বিলটির সমালোচনা করেন।
বিরোধীরা ব্রিটিশ শিক্ষাবিদ নিতাশা কৌল এবং মার্কিন সমাজতান্ত্রিক রাজনীতিবিদ ক্ষমা সাওয়ান্তকে সম্প্রতি দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার কথা উল্লেখ করেছেন। তাঁরা দাবি করেছেন যে, বিলটি পর্যবেক্ষনের জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হোক।
❤ Support Us