- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৯, ২০২২
কিছুক্ষণের মধ্যে আবার পরীক্ষার মুখে ইমরান। ভবিষ্যত কী, ৯০ দিনের মধ্যেই নির্বাচন ?
পাকিস্তানের জাতীয় সংসদে অধিবেশন শুরু হয় আজ সকালে। কিছুক্ষণের মধ্যে অধিবেশন মুলতুবি হয়ে যায়। ইমরান যোগ দেনননি। পাঠিয়েছিলেন প্রতিনিধি হিসেবে তাঁর একজন মন্ত্রীকে । বেলা ১ টা থেকে জাতীয় সংসদ আবার বসবে ।অনাস্থায় ইমরানের পরাজয় সম্ভবত অনিবার্য। তাঁরই দলের কয়েকজন সদস্য তাঁর বিরুদ্ধে ভোট দেবেন বলে শোনা যাচ্ছে। সংসদের অন্তত ১৮০ সদস্য তাঁকে ক্ষমতাচ্যূত করতে দূঢ় প্রতিজ্ঞ। আগের অসাংবিধানিক বলে ঘোষিত অনাস্থায় প্রয়োজনীয় ১৭২ টি ভোট তিনি জোগাড় করতে পারেন নি। ইতিমধ্যে পরিস্থিতি হাতের আরও বাইরে । সুপ্রিম কোর্টের নির্দেশেই অনাস্থার মুখোমুখি হতে হচ্ছে । হেরে গেলে গদি ছাড়তেই হবে । অন্তবর্তীকালে কোনও প্রধানমন্ত্রীর হাতে দেশ পরিচালনার ভার আপাতত থাকবে এবং তিন মাসের মধ্যে ভোট করাতে হবে। তদারকি প্রধানমন্ত্রী কে হবেন—এরকম কোনও আভাস মেলেনি। অরাজনৈতিক ব্যক্তিত্বের হাতেই দায়িত্ব অর্পণ করা হতে পারে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ৯০ দিনের মধ্যে ভোট করানো সম্ভব নয়। ইদের পর বিরোধীরা দল বেঁধে রাস্তায় নামবেন। পিপলস পার্টি ও নওয়াজ শরিফের মুসলিম লিগ অবশ্যই প্রধান দুই প্রতিপক্ষ । ইমরান খানের দাবি, তাঁর দল ইনসাফ পার্টি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে । কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর দাবি সমর্থনে সায় দেখা যাচ্ছে না। পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে কেউ নিরবাচিত কুর্সিতে মেয়াদ পূর্ণ করতে পারেন নি। দ্বিতীয়বার কারো পক্ষে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সম্ভব হয় নি। ইমরানকেও পাক রাজনীতির নিয়তি-নির্দিষ্ট পরিণতি ছাড়বে বলে মনে হয় না । সত্যি যদি নির্বাচিত হয়ে ফিরে আসেন, তা হলে এটি পাকিস্তানি ইতিহাসে পরম বিস্ময়কর ঘটনা বলে বিবেচিত হবে ।
❤ Support Us