Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৪

ইন্ডিয়ার পথে হাওয়া অনুকূল।শরদ, উদ্ধবকে রাহুলের ফোন। মমতার গুরুত্ব বাড়ল, নয়া প্রস্তাব খাড়গের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইন্ডিয়ার পথে হাওয়া অনুকূল।শরদ, উদ্ধবকে রাহুলের ফোন। মমতার গুরুত্ব বাড়ল, নয়া প্রস্তাব খাড়গের

ইন্ডিয়া জোটে খানিকটা স্বস্তির হাওয়া । উত্তরপ্রদেশ, দিল্লিতে আসনরফা চূড়ান্ত । লোকসভা নির্বাচনের প্রাক মূহুর্তে, জোটের দুই শরিক অখিলেশ এবং কেজরিওয়াল দলের সঙ্গে রফাসূত্রের পর এবার মহারাষ্ট্র এবং বাংলায় ঐক্যমত গড়ে তুলতে তৎপর মল্লিকার্জুন খড়গের দল ।

পশ্চিমবঙ্গে আসনরফা নিয়ে তৃণমূলকে নতুন প্রস্তাব দিয়েছে কংগ্রেস । সূত্রের খবর, বাংলার ৪২ লোকসভা আসনের মধ্যে ৬টি আসন চাইবে কংগ্রেস । বিনিময়ে অসমে দুটি এবং মেঘালয়ে তৃণমূলকে একটি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হচ্ছে ।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জোট সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন আগেই । তিনি বলেছিলেন , কংগ্রেস-সিপিএমের সঙ্গে ঘর করছে। ওদের একটা আসনও ছাড়বে না তৃণমূল। সেখানে কংগ্রেসের নয়া প্রস্তাব কতটা কার্যকরী হবে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে । যদিও হাত শিবিরের দাবি, অখিলেশ এবং কেজরিওয়ালের সঙ্গে আসন রফা চূড়ান্ত হওয়ার পর তৃণমূল তাদের অবস্থানে খানিকটা নমনীয় হয়েছে । অন্য রাজ্যে যদি তৃণমূলকে কিছু আসন দেওয়া হয়, তাহলে বাংলায় পাঁচ আসন ছাড়তে রাজি হয়ে যেতে পারে তৃণমূল বলে মনে করছে কংগ্রেস । আগেরবারের দুটি আসনের পাশাপাশি, মালদহ উত্তর, রায়গঞ্জ এবং দার্জিলিং আসনগুলি নিয়ে আলোচনা হচ্ছে । এছাড়াও আরও একটি আসনের দাবি জানিয়েছে হাত শিবির । কংগ্রেস সূত্রের দাবি, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা এখনো পর্যন্ত ইতিবাচক । যদিও তৃণমূলের তরফে আসন সমঝোতা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি । অন্যদিকে বামেদের সঙ্গে এি রাজ্যে জোট হচ্ছে কিনা সে প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দেয়নি হাতশিবির ।

অন্যদিকে শুক্রবারই উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারকে ফোন করেছেন রাহুল গান্ধি । মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে মতানৈক্যের ৮টি আসন নিয়ে সমঝোতায় পৌঁছোতেই, গতকাল ২২ ফেব্রুয়ারি আলোচনায় বসার কথা ছিল মহারাষ্ট্রের জোট শরিকদের । কিন্তু শেষ মুহূর্তে, প্রথমসারির শরিক নেতাদের অনুপস্থিতিতে তা পিছিয়ে যায় । বৈঠক হবে ২৭ ফেব্রুয়ারি, মুম্বইয়ে । এই মুহূর্তে ৪৮টির মধ্যে কংগ্রেস ১৪ আসনে, শিবসেনা ১৫ টিতে ( যার মধ্যে একটি আসন বঞ্চিত বহুজন পার্টি এবং সমাজবাদী পার্টির জন্য বরাদ্দ), নয় আসনে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপির প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে । বাকি ৮টি নিয়েই মতানৈক্য ।

শিবসেনা এবং কংগ্রেস দুজনেই ওই আটটি জায়গায় প্রার্থী দিতে চায় । শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা, সাংসদ সঞ্জয় রাউত ইতিমধ্যেই বলেছেন লোকসভা নির্বাচনে ২৩টি আসনেই প্রার্থী দেবে তার দল । তার মধ্যে মুম্বইয়েই চারটি আসন । জোট শরিকদের দুটি আসন তারা ছাড়তে রাজি । আসন সমঝোতায় তাদের এই পূর্বশর্তই মান্যতা পাবে বলে তিনি আশাবাদী । জোটের অন্যান্য শরিক স্বাভিমানি শ্বেতকারী, সমাজবাদী পার্টি সহ বামদলগুলোও আসন রাফ নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন ।

মহারাষ্ট্রে কংগ্রেসের হাত কংগ্রেসের হাত ছেড়েছেন বহু বরিষ্ঠ নেতা । ফলে হাত শিবির সেখানে খানিকটা ব্যাকফুটে । যদিও সঞ্জয়ের দাবি নস্যাৎ করে মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পটলে বলেছেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের সঙ্গে আলোচনার পরেই জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে । বঞ্চিত বহুজন পার্টির প্রধান প্রকাশ আমবেদকর জোটে আসন রফা নিয়ে বলেছেন, জোটের স্বার্থেই এই মতানৈক্য দ্রুত মিটিয়ে দেওয়া প্রয়োজন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!