- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৩, ২০২৪
ইন্ডিয়ার পথে হাওয়া অনুকূল।শরদ, উদ্ধবকে রাহুলের ফোন। মমতার গুরুত্ব বাড়ল, নয়া প্রস্তাব খাড়গের
ইন্ডিয়া জোটে খানিকটা স্বস্তির হাওয়া । উত্তরপ্রদেশ, দিল্লিতে আসনরফা চূড়ান্ত । লোকসভা নির্বাচনের প্রাক মূহুর্তে, জোটের দুই শরিক অখিলেশ এবং কেজরিওয়াল দলের সঙ্গে রফাসূত্রের পর এবার মহারাষ্ট্র এবং বাংলায় ঐক্যমত গড়ে তুলতে তৎপর মল্লিকার্জুন খড়গের দল ।
পশ্চিমবঙ্গে আসনরফা নিয়ে তৃণমূলকে নতুন প্রস্তাব দিয়েছে কংগ্রেস । সূত্রের খবর, বাংলার ৪২ লোকসভা আসনের মধ্যে ৬টি আসন চাইবে কংগ্রেস । বিনিময়ে অসমে দুটি এবং মেঘালয়ে তৃণমূলকে একটি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হচ্ছে ।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জোট সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন আগেই । তিনি বলেছিলেন , কংগ্রেস-সিপিএমের সঙ্গে ঘর করছে। ওদের একটা আসনও ছাড়বে না তৃণমূল। সেখানে কংগ্রেসের নয়া প্রস্তাব কতটা কার্যকরী হবে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে । যদিও হাত শিবিরের দাবি, অখিলেশ এবং কেজরিওয়ালের সঙ্গে আসন রফা চূড়ান্ত হওয়ার পর তৃণমূল তাদের অবস্থানে খানিকটা নমনীয় হয়েছে । অন্য রাজ্যে যদি তৃণমূলকে কিছু আসন দেওয়া হয়, তাহলে বাংলায় পাঁচ আসন ছাড়তে রাজি হয়ে যেতে পারে তৃণমূল বলে মনে করছে কংগ্রেস । আগেরবারের দুটি আসনের পাশাপাশি, মালদহ উত্তর, রায়গঞ্জ এবং দার্জিলিং আসনগুলি নিয়ে আলোচনা হচ্ছে । এছাড়াও আরও একটি আসনের দাবি জানিয়েছে হাত শিবির । কংগ্রেস সূত্রের দাবি, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা এখনো পর্যন্ত ইতিবাচক । যদিও তৃণমূলের তরফে আসন সমঝোতা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি । অন্যদিকে বামেদের সঙ্গে এি রাজ্যে জোট হচ্ছে কিনা সে প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দেয়নি হাতশিবির ।
অন্যদিকে শুক্রবারই উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারকে ফোন করেছেন রাহুল গান্ধি । মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে মতানৈক্যের ৮টি আসন নিয়ে সমঝোতায় পৌঁছোতেই, গতকাল ২২ ফেব্রুয়ারি আলোচনায় বসার কথা ছিল মহারাষ্ট্রের জোট শরিকদের । কিন্তু শেষ মুহূর্তে, প্রথমসারির শরিক নেতাদের অনুপস্থিতিতে তা পিছিয়ে যায় । বৈঠক হবে ২৭ ফেব্রুয়ারি, মুম্বইয়ে । এই মুহূর্তে ৪৮টির মধ্যে কংগ্রেস ১৪ আসনে, শিবসেনা ১৫ টিতে ( যার মধ্যে একটি আসন বঞ্চিত বহুজন পার্টি এবং সমাজবাদী পার্টির জন্য বরাদ্দ), নয় আসনে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপির প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে । বাকি ৮টি নিয়েই মতানৈক্য ।
শিবসেনা এবং কংগ্রেস দুজনেই ওই আটটি জায়গায় প্রার্থী দিতে চায় । শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা, সাংসদ সঞ্জয় রাউত ইতিমধ্যেই বলেছেন লোকসভা নির্বাচনে ২৩টি আসনেই প্রার্থী দেবে তার দল । তার মধ্যে মুম্বইয়েই চারটি আসন । জোট শরিকদের দুটি আসন তারা ছাড়তে রাজি । আসন সমঝোতায় তাদের এই পূর্বশর্তই মান্যতা পাবে বলে তিনি আশাবাদী । জোটের অন্যান্য শরিক স্বাভিমানি শ্বেতকারী, সমাজবাদী পার্টি সহ বামদলগুলোও আসন রাফ নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন ।
মহারাষ্ট্রে কংগ্রেসের হাত কংগ্রেসের হাত ছেড়েছেন বহু বরিষ্ঠ নেতা । ফলে হাত শিবির সেখানে খানিকটা ব্যাকফুটে । যদিও সঞ্জয়ের দাবি নস্যাৎ করে মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পটলে বলেছেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের সঙ্গে আলোচনার পরেই জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে । বঞ্চিত বহুজন পার্টির প্রধান প্রকাশ আমবেদকর জোটে আসন রফা নিয়ে বলেছেন, জোটের স্বার্থেই এই মতানৈক্য দ্রুত মিটিয়ে দেওয়া প্রয়োজন ।
❤ Support Us