Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৮, ২০২৩

ভারত সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।মোদির সঙ্গে বৈঠক আগামীকাল

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।মোদির সঙ্গে বৈঠক আগামীকাল

আমেদাবাদের সবরমতী আশ্রমে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

বুধবার ভারতে এলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। তিনদিনের জন্যে তিনি ভারত সফরে এসেছেন বলে ভারতীয় বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে। ২০১৭ সাল থেকে এপর্যন্ত অস্ট্রেলিয়ার কোনও প্রধানমন্ত্রী ভারত সফরে আসেননি। অ্যান্টনি আলবানিজের এই সফর ভারত ও অস্ট্রেলিয়া দুদেশের পক্ষেই লাভজনক হবে বলে বিদেশমন্ত্রকের দাবি।

জি ২০ গোষ্ঠীর বিদেশ মন্ত্রীদের বৈঠক, সম্মেলন শেষ হতে না হতেই, এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ।২০২২ সাল থেকে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে ক্রমশ। ২০২২ সালে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছে দুই দেশ। এই চুক্তি ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট হিসেবে পরিচিত।

কেন্দ্র মনে করছে, মোদি ও অ্যালবানিজের ভিতর বৈঠক আগামীদিনে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ককে আরও উন্নত করবে। এতে বিনিয়োগ লাভজনক হবে, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কও লাভবান হবে। এছাড়া দু’দেশের প্রতিরক্ষা সম্পর্ক মজবুত হবে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদাও ভারত সফরে আসছেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিন যেভাবে সামরিক শক্তিবৃদ্ধি করছে, সেই বিষয়ে মেদি ফুমো বৈঠকে বসবেন। পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রও চিন যাতে প্রশান্ত সাগরীয় অঞ্চলে একাই দাদাগিরি করতে পা পারে এজন্য তৎপর।

সিডনিতে পরবর্তী কোয়াড সামিটের তিথি দেশ এবার অস্ট্রেলিয়া। কোয়াডের সদস্য দেশ হিসেবে তালিকায় নাম উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের। এছাড়া কোয়াডের অন্তর্গত করা হয়েছে অস্ট্রেলিয়া এবং জাপানকে।

সম্প্রতি মোদি বলেছেন, কোনও গোষ্ঠীই নিজেকে সর্বোচ্চ বলে দাবি করতে পারে না। বিশ্ব শাসনব্যবস্থাও ব্যর্থ। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে একের পর এক দেশের কূটনৈতিক সুসম্পর্ক গড়তে সক্রিয় কেন্দ্রীয় সরকার। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত ও অস্ট্রেলিয়ার সুসম্পর্ক তৈরির হয়েছে, দু’দেশই সাধারণ মূল্যবোধগুলির ক্ষেত্রে যেহেতু সহমত পোষণ করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!