- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৯, ২০২৪
রুমেন এর কৃতজ্ঞতায় মোদি বার্তা, মহাসাগরীয় অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ

ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌচলাচলের স্বাধীনতারক্ষা এবং জলদস্যু ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ, মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
১৬ মার্চ জলদস্যুদের হাতে আটক ৭ বুলগেরিয়ান নাগরিককে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী।তারপরই সে দেশের রাষ্ট্রপতির কৃতজ্ঞতা প্রকাশের পর নিজের এক্স হ্যান্ডেলে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি।
Appreciate your message President @PresidentOfBg . We are happy that 7 Bulgarian nationals are safe and will be returning home soon. India is committed to protecting freedom of navigation and combating piracy and terrorism in the Indian Ocean region. https://t.co/nIUaY6UJjP
— Narendra Modi (@narendramodi) March 19, 2024
গতবছর ১৪ ডিসেম্বর আরব সাগরে ভারতীয় উপকূলে রুয়ান নামে একটা বুলগেরিয়ার জাহাজ জলদস্যুরা ছিনতাই করে। সেই জাহাজে এক ক্রুসহ ৭ জন বুলগেরিয়ান, ৯ জন মায়ানমার ও ১ জন অ্যাঙ্গোলিয়ার নাগরিক ছিলেন। দেশের নাগরিকদের উদ্ধারের জন্য বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া গ্যাব্রিয়েল সে দেশে ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় রানার সঙ্গে যোগাযোগ করেন। এরপরই ভারতীয় নৌবাহিনী ছিনতাই হওয়া জাহাজের নাবিকদের উদ্ধার করার চেষ্টা করে। দীর্ঘ অভিযান চালিয়ে অবশেষে শনিবার বুলগেরিয়ার ৭ জন নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী।
দেশের নাগরিকরা মু্ক্তি পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে বুলগেরিয়ার রাষ্ট্রপতি রুমেন রাভেদ এক্স–এ লেখেন, ‘ছিনতাই হওয়া বুলগেরিয়ান জাহাজ রুয়েন ও ক্রুসহ ৭ বুলগেরিয়ার নাগরিককে উদ্ধার করার সাহসী পদক্ষেপের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’ বুলগেরিয়ার রাষ্ট্রপতি কৃতজ্ঞতা জানানোর প্রতিক্রিয়ায় মোদি পাল্টা রুমেন রাভেদের উদ্দেশ্যে এক্স–এ লিখেছেন, ‘আপনার বার্তা পেয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খুশি যে, ৭ জন বুলগেরিয়ান নাগরিক নিরাপদে দেশে ফিরতে পারছে। ভারত নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করতে এবং ভারত মহাসাগর অঞ্চলে জলদস্যু ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
❤ Support Us