Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৪, ২০২২

ইরাকে সরকার গড়ার ঢাক পেলেন সাদ্দাম বিরোধী নেতা মোহাম্মদ শিয়া আল–সুদানি

৩০ দিনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে আল–সুদানিকে । একই সঙ্গে তাঁকে পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতাও প্রমাণ করতে হবে

আরম্ভ ওয়েব ডেস্ক
ইরাকে সরকার গড়ার ঢাক পেলেন সাদ্দাম বিরোধী নেতা মোহাম্মদ শিয়া আল–সুদানি

দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ইরাকের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ শিয়া আল–সুদানি । বৃহস্পতিবার ইরাকের কুর্দিশ রাজনীতিবিদ আব্দুল লতিফ রশিদ নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ার পরই প্রধানমন্ত্রী হিসেবে আল–সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান তিনি  ।

ইরাকের পার্লামেন্টে শিয়াদের বৃহত্তম রাজনৈতিক জোটের নেতা হিসেবে প্রধানমন্ত্রী পদে আল–সুদানিকে মনোনীত করা হয়েছে । যদিও ইরাকি শিয়া নেতা মুক্তাদার আল–সদরের সমর্থন নতুন সরকার পাবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে । প্রসঙ্গত গত অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে আল–সদরের নেতৃত্বাধীন জোট ভালো ফল করেছিল । এখনো পর্যন্ত মোহাম্মদ শিয়া আল–সুদানির পক্ষে যে শিয়া গোষ্ঠী তারা সবাই ইরান পন্থি।

ইরাকের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের ঘোষণার পর থেকে ৩০ দিনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে আল–সুদানিকে । একই সঙ্গে তাঁকে পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতাও প্রমাণ করতে হবে ।
আল–সুদানির জন্ম ১৯৭০ সালে, ইরাকের দক্ষিণাঞ্চলে । ইরান সমর্থিত ইসলামিক দাওয়া পার্টির সঙ্গে যোগাযোগের অভিযোগে সাদ্দাম হোসেনের আমলে আল–সুদানির বাবাকে ফাঁসি দেওয়া হয়েছিল ।

পরবর্তীতে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে শিয়া বিদ্রোহে যোগ দেন আল–সুদানি । ২০০৩ সালে, মার্কিন বাহিনীর হস্তক্ষেপে ইরাকে রাজনৈতিক উত্থান ঘটে আল–সুদানির । সাদ্দামের পতনের পর তিনি স্থানীয় ও কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন ।

২০০৪ সালে আল–সুদানি ইরাকের আমারাহ শহরের মেয়র ছিলেন। পরে মায়সানের গভর্নর হন তিনি । ইরাকের নুরি আল–মালিকি ও হায়দার আল–আবাদি সরকারে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় সামলেছেন আল–সুদানি। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইরাকের মানবাধিকারবিষয়ক মন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রম ও সামাজ কল্যাণবিষয়ক মন্ত্রী ছিলেন তিনি ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!