- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৫, ২০২৪
ফিলিস্তিনের বিরুদ্ধে মাঠেই যুদ্ধের বার্তা! তুরস্কে গ্রেপ্তার ইজরায়েলের জাতীয় দলের ফুটবলার
কোনও খেলোয়াড় যুদ্ধ বন্ধের আবেদন নিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। কোনও খেলোয়াড় আবার যুদ্ধের বার্তা দিচ্ছেন। ফিলিস্তিন–ইজরায়েল যুদ্ধ নিয়ে তরজা তুঙ্গে। গত মাসে ফিলিস্তিনিদের সমর্থনে শান্তির বার্তা দিতে গিয়ে আইসিস–র রোষানলে পড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খোয়াজা। এবার ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের বার্তা দিয়ে গ্রেপ্তার হলেন এক ফুটবলার।
রবিবার তুরস্ক সুপার লিগে আন্তালিয়াস্পোরের সঙ্গে ম্যাচ ছিল ট্রাবজোনস্পোরের। আন্তালিয়াসপোরের হয়ে খেলেন ২৮ বছর বয়সী ইজরায়েলের জাতীয় দলের ফুটবলার সাগিব জেহেসকেল। ম্যাচের ৬৮ মিনিটে গোল করে ক্যামের সামনে উচ্ছ্বাস প্রকাশ করার সময় বাঁহাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ দেখান। সেই ব্যান্ডেজে লেখা ছিল ‘‘১০০ ডে’জ। ৭/১০।’’ সঙ্গে ইহুদিদের প্রতীক ডেভিডের তারা চিহ্ন। এই বার্তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, হামাস কর্তৃক ইজরায়েলে হামলার ১০০ দিন পূর্তি।
গতবছর অক্টোবরের ৭ তারিখ হামাস গোষ্ঠী ইজরায়েলের ওপর হামলা করে। ওই হামলায় ১১৪০ মারা যায়। ২৫০ জনকে অপহৃত করে হামাস। এরপরই গাজায় হামলা চালায় ইজরায়েল। সেই হামলায় মহিলা ও শিশুসহ প্রায় ২৪ হাজার মানুষ প্রান হারিয়েছেন। ফিলিস্তিনে হামলার পর তুরস্কে ইজরায়েল বিরোধিতা আগের থেকে অনেকটাই বেড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরডোয়ান ইজরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন।
যুদ্ধের বার্তা দেওয়ার জন্য সাগিব জেহেসকেলকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। মূল্যবোধবিরোধী কাজের জন্য তাঁকে বহিস্কার করেছে আন্তলিয়াস্পোর। জেহেসকেলের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে ঘৃণা ও হিংসা ছড়ানোর অভিযোগ নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তাঙ্ক। ইজরায়েলের এই ফুটবলারের বিরুদ্ধে তদন্তও শুরু হবে।
❤ Support Us