- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১১, ২০২২
১৪ তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন জগদীপ ধনখড়
১৯৯৭ সালের পর, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এত ব্যবাধানে জয় দেখা যায়নি । দেশের দ্বিতীয় শীর্ষ সাংবিধানিক পদের নির্বাচনে ৭৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেলন ধনখড়।

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় । আজ দিল্লির রাইসিনা হিলে তাঁকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা । উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু । বিরোধী দলের নেতানেত্রীরাও শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন ।
গত ছয় আগস্ট, প্রতিপক্ষ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী, কংগ্রেসের মার্গারেট আলভাকে বিপুল ব্যবধানে পারজিত করেন তিনি । ১৯৯৭ সালের পর, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এত ব্যবাধানে জয় দেখা যায়নি । দেশের দ্বিতীয় শীর্ষ সাংবিধানিক পদের নির্বাচনে ৭৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন ধনখড়। ৭২৫টি বৈধ ভোটের মধ্যে ধনকড় পেয়েছিলেন ৫২৮টি ভোট, বিরোধী দলের মনোনীত প্রার্থী মার্গারেট আলভা পেয়েছিলেন ১৮২টি ভোট, যা ১৯৯৭ সালের পর রেকর্ড । এই নির্বাচনে, এনডিও জোটের বাইরে, বিরোধী শিবিরের অনেকেই তাঁর পক্ষে ভোট দিয়েছে । উড়িষ্যার নবীন পট্টনায়কের বিজু জনতা দল থেকে অন্ধ্রের জগমহন রেড্ডির ওয়াই এসআর কংগ্রেস, মায়াবতীর বহুজন সমাজ পার্টি উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনখড়ের পক্ষেই ভোট দিয়েছে ।
উপরাষ্ট্রপতি পদে মনোয়ন জমা দেওয়ার সময়, রাজস্থানের প্রাক্তন দুদে আইনজীবী ধনখড় বলেছিলেন, দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন, একথা তিনি কখনো কল্পণাও করেনি । এক কৃষক পরিবারের সন্তানের বর্ণময় নাটকীয় উত্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ‘কৃষক পুত্র’ সোশ্যাল মিডিয়ায় অভিহিত করেছেন।
একাত্তরের জগদীপ ধনকর বিজেপিতে যোগদান করেন ২০০৩ সালে । এর আগে রাজস্থানের এই আইজীবীর রাজনৈতিক সক্ষতা ছিল কংগ্রেস এবং জনতাদলের সঙ্গেও ।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের সঙ্গে মমতা সরকারের সম্পর্ক ছিল অহিনকুল । রাজ্য সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সবসময়ই সরব ছিলেন জগদীপ । গত ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের পর দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৬ অগস্ট নির্বাচনের দিন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ভোট দিতে দেখা গিয়েছে।
❤ Support Us