- দে । শ
- জানুয়ারি ২০, ২০২৪
রামমন্দির উদ্বোধনের লাইভ সম্প্রচার জেএনইউতে
বামপন্থার আঁতুরঘর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউতে জায়েন্ট স্ক্রিনে লাইভ সম্প্রচারিত হবে অযোধ্যার রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। আরএসএস এবিভিপিকে বিশ্ববিদ্যালয়ে এই প্রদর্শনী পরিচালনার দায়িত্ব দিয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার মনে করে জেএনইউ হচ্ছে শহুরে নকশালদের আখড়া। দেশদ্রোহের অভিযোগে এখানকার ছাত্রদের গ্রেফতার করে মামলাও করা হয়েছিল বছর কয়েক আগে। এবার সেই জেএনইউতে ২২ জানুশারি রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হবে, প্রসাদ বিলি হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে।
বছর আটেক আগে বিশ্ববিদ্যালয়ে এক সম্মেলনের আয়োজন করেছিলেন জেএনইউর তৎকালীন ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার এবং সংগঠনের সদস্য উমর খলিদ-সহ অনেকে। কিন্তু সেখানে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। ইউএপিএ ধারায় মামলা দায়ের হয় তাঁদের বিরুদ্ধে। পরবর্তীতে কানহাইয়া কুমার মুক্তি পেলেও মেধাবী ছাত্র উমর খালিদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা এখনও চলছে। এর পর ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভানেত্রী ঐশী ঘোষ আক্রান্ত হন ক্যাম্পাসে। অন্ধকারে হস্টেলে ঢোকার অভিযোগ উঠেছিল এবিভিপি সদস্যদের বিরুদ্ধে। তখন থেকেই সেখানে বাম ও বিজেপির ছাত্র সংগঠনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে যায়।
তবে জেএনইউতে রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের লাইভ সম্প্রচারে বাঁধা দেয় কি না সেটা দেখার।
❤ Support Us