Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১১, ২০২২

যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে রাশিয়া, নাগরিকদের ইউক্রেন ছাড়ার আর্জি বাউডেনের

আরম্ভ ওয়েব ডেস্ক
যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে রাশিয়া, নাগরিকদের ইউক্রেন ছাড়ার আর্জি বাউডেনের

বৃহস্পতিবার রুশ- বেলারুশ ও কৃষ্ণসাগর সীমান্ত বরাবর চালিয়েছে তাদের সামরিক মহড়া, আর তাতেই যুদ্ধের মেঘ দেখছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনও মুহূর্তে আমেরিকার নাগরিকদের ইউক্রেন ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

রাশিয়াকে জববা দিতে ইউক্রেনও সীমান্ত বরাবর সাজিয়েছে সেনা । ফেব্রুয়ারি মাসের ১০-২০ তারিখ পর্যন্ত চলবে মহড়া জানিয়েছে, ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ সপ্তাহের শুরুতেই বলেছেন, একাধিক অত্যাধুনিক ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক জ্যাভলিন ও এনএলএডাব্লু মিসাইল নিয়ে এই মহড়া চলবে । রাশিয়া কৃষ্ণসাগরে সামরিক মহড়া শুরু করার ফলে ইউক্রেনে জলপথে বাণিজ্যে প্রভাব পড়েছে। রাশিয়া ইউক্রেনের উপর চাপ তৈরি করছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। রাশিয়ার এই কাজকর্মের ফলে আন্তর্জাতির জল বাণিজ্যে প্রভাব পড়ছে এবং এর ফলে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পড়তে বাধ্য, তাতে ইউক্রেনের সমস্যা তৈরি হচ্ছে। ইউক্রেনের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে । যদিও পুতিন সরকার বারবার বলছে, তাঁরা যুদ্ধ চান নি, তা সত্ত্বেও সৈন্য মহড়া সাজানোর আসল উদ্দেশ্য ইউরোপের পশ্চিম দেশগুলোর কাছে স্পষ্ট হচ্ছে।
ওডেসা, পিভডেনি, খেরসন, মারিওপুল, বেরডিনাস্ক প্রধানতম বন্দরগুলির মাধ্যমে স্টিল, শষ্য ও তেল রফতানি করে ইউক্রেন কিন্তু রাশিয়ার কৃষ্ণসাগরে অবস্থানের ফলে সেই কার্যক্রম বিঘ্নিত হচ্ছে । ফলে বৈষয়িক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে ইউক্রেনকে । ইউক্রেনের মুখপাত্র জানিয়েছেন, রুশ সেনার এই মহড়ার যোগ্য জবাব দিতে তাঁরাও পিছুপা হবেন না।
প্রসঙ্গত, রাশিয়া ও আমেরিকার মধ্যে ইউক্রেন নিয়ে ছায়াযুদ্ধ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। দুপক্ষই পিছু হঠতে নারাজ, বাড়ছে সমস্যা। আকাশে আবার যুদ্ধের কালো মেঘ ঘনিয়েছে । এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!