- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৯, ২০২৪
লোকসভা নির্বাচন ঘিরে নতুন চমক কমলের
সামনেই লোকসভা নির্বাচন। জোট নিয়ে বিভিন্ন দলের মধ্যেই তৎপরতা শুরু হয়েছে। অভিনেতা–রাজনীতিবিদ কমল হাসানও পিছিয়ে নেই। আসন্ন নির্বাচনে তাঁর দলও জোটের পথেই এগোচ্ছে। এমকে স্ট্যালিনের দল ডিএমকে–র সঙ্গে জোট বাঁধতে চলেছে কমল হাসানের এমএনএম (মক্কাল নিধি মাইয়াম)। দু’একদিনের মধ্যেই সরকারিভাবে জোট বাঁধার কথা ঘোষণা করা হবে দুই দলের পক্ষ থেকে। ‘ইন্ডিয়া’ জোটেও যোগ দিতে পারেন কমল হাসান।
কিছুদিন আগেই সনাতন ধর্মের বিতর্ক নিয়ে একমঞ্চে দেখা গিয়েছিল উদয়নিধি স্ট্যালিন ও কমল হাসানকে। তখন থেকেই দুই দলের মধ্যে জোট বাঁধার জল্পনা তুঙ্গে উঠেছিল। ‘থাগ লাইফ’ সিনেমার শুটিং সেরে ফেরার পথে সোমবার চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের কমল হাসান বলেন, ‘দু’দিনের মধ্যেই সুসংবাদ নিয়ে আমি আপনার সঙ্গে দেখা করব। সংসদ নির্বাচনের কাজ ভাল এগোচ্ছে। আমরা ভাল ফলের আশা করছি। জোটের বিষয়ে দু’দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাব।’
২০১৮ সালে সালে এমএনএম দল গঠন করেন কমল হাসান। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ‘ব্যাটারি টর্চ’ প্রতীক নিয়ে লড়াই করেন কমল হাসান। ২০১৯ লোকসভা ও ২০২১ তামিলনাডু বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি। পরে ইরোড উপনির্বাচনের সময় ক্ষমতাসীন ডিএমকে–নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোট প্রার্থীকে সমর্থন বাড়িয়েছিল। গত বছর সেপ্টেম্বরে ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিন সংসদ নির্বাচনের প্রত্যাশায় হাসানের এমএনএমের সাথে তাঁর দলের জোট গঠনের সম্ভাবনার কথা বলেছিলেন। সেটাই শেষ পর্যন্ত বাস্তবে রূপ পেতে চলেছে।
❤ Support Us