- দে । শ
- মে ১, ২০২৩
কেরালা স্টোরি নিয়ে শশীর প্রতিবাদী টুইট।সম্প্রীতি নষ্টের চক্রান্ত, বিজয়নের কড়া প্রতিক্রিয়া
“এটা আমাদের কেরালা স্টোরি নয়। এটা হতে পারে আপনাদের কেরালা স্টোরি”। এই ভাষাতেই বিতর্কিত “দ্য কেরালা স্টোরি” সিনেমা নিয়ে এবার টুইটারে সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সিনেমাটি নিয়ে ক্ষুব্ধ কেরলের পিনারাই বিজয়ন। মুখ্যমন্ত্রী এই সিনেমাটি প্রসঙ্গে বলেছেন, “সিনেমার মাধ্যমে সংঘ পরিবার রাজনৈতিক এজেন্ডা প্রচারে ধর্মনিরপেক্ষ কেরলের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
সিনেমার ট্রেলার দেখার পরই এই সিনেমার বিরুদ্ধে সিনেমার কাহিনীকে অতিরঞ্জিত হয়েছে বলে বিতর্ক শুরু হয়েছিল।সুদীপ্ত সেন পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত,এই ছবিটি সেই বিতর্কের আবহে আগামী ৫মে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তথ্যগত ভুলভ্রান্তি রয়েছে বলে দাবি করেছে কেরলের একাধিক রাজনৈতিক দল। কেরল কী ভাবে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হয়ে উঠেছে তা তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই বিষয়টি ঘিরেই বিতর্ক। কংগ্রেস নেতা ভি ডি সাথীসান এর আগে এই সিনেমা সম্পর্কে বলেছেন,”এই ছবি জুড়ে রয়েছে মিথ্যাচার। ছবির টিজারে দেখানো হয়েছে, কেরল থেকে ৩২,০০০ মহিলাকে ধর্মান্তরিত করে নিয়ে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের রাজ্য় ও একটি ধর্মের মানুষের প্রতি অপমানকর, আর এর পিছনে রয়েছে সঙ্ঘীদের হাত। এটি মত প্রকাশের স্বাধীনতার ইস্যু নয় বরং সংখ্যালঘু গোষ্ঠীর উপর সন্দেহের ছায়া ফেলে সমাজে বিভাজন তৈরি করার জন্য সংঘ পরিবারের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টার অংশই এই সিনেমা।” এই প্রতিবাদ তিনি তাঁর ফেসবুক পোস্টেও করেছেন। কেরালা বিধানসভার বিরোধী দলের নেতা ভিডি সতীসান সম্প্রতি বলেছেন যে “দ্য কেরালা স্টোরি” ছবিটি প্রদর্শনের অনুমতি রাজ্য সরকারের দেওয়া উচিত নয়।
গত বছর নভেম্বর মাসে ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকে গোটা কেরল জুড়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছিল। ফের একবার সেই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি পড়ল। সিনেমাটিতে দেখানো হয়েছে, ২০১৬ সালে উত্তর কেরলের ২১জন মেয়ের উধাও হওয়ার বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই “দ্য কেরালা স্টোরি”র কাহিনী নিয়ে পরিচালক সুদীপ্ত সেন “দ্য কেরালা স্টোরি” সিনেমাটি তৈরী করেছেন। সিনেমায় দেখান হয়েছে, , সন্ত্রাসবাদী সংগঠন আইসিস- যোগ দিয়েছিল কেরল থেকে উধাও হওয়া ওই ২১জন মেয়ে।আর এই কাহিনীকেই সঙ্ঘ পরিবারের এজেন্ডা রূপায়ণের জন্য তৈরী হওয়া গল্প ও তার থেকেই এই সিনেমা বলে করলে বিরোধিতা শুরু হয়েছে।
❤ Support Us