Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৪

স্বাস্থ্যসাথীর চাইতেও কম খরচে স্বাস্থ্য পরীক্ষা পরিষেবার আরম্ভ।নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বাস্থ্যসাথীর চাইতেও কম খরচে স্বাস্থ্য পরীক্ষা পরিষেবার আরম্ভ।নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য এবার কলকাতা পুরসভার উদ্যোগে ৭৭ নম্বর ওয়ার্ডে আগামী ১০ জানুয়ারি উদ্বোধন হচ্ছে ফেয়ার প্রাইস ডায়াগনাস্টিক সেন্টার। স্বাস্থ্যসাথী কার্ডের তুলনায় ৬২ শতাংশ কম খরচে এখান থেকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে। বেসরকারি ল‌্যাবরেটরির তুলনায় অর্ধেকেরও কম খরচে চিকিৎসা পরিষেবা দেবে কলকাতা পুরসভার নতুন ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার। কলকাতা পুরসভা সূত্রে খবর, এই ডায়াগনাস্টিক সেন্টারে এখন সিটি স্ক‌্যান এবং এমআরআই পরিষেবা মিলবে। ধীরে ধীরে শুরু হবে ডিজিটাল এক্স রে, আলট্রাসোনোগ্রাফি সহ অন্যান্য পরিষেবা।

কলকাতা পুরসভার মুখ‌্য স্বাস্থ‌্য আধিকারিক ডা. সুব্রত রায়চৌধুরী  জানিয়েছেন, স্বাস্থ‌্যসাথীর থেকেও ৬২ শতাংশ কম খরচে পরিষেবা মিলবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে। এমনিতেই স্বাস্থ‌্যসাথীতে নামমাত্র খরচ। তার থেকেও কম খরচে ডায়াগনস্টিক সেন্টার! স্বাস্থ‌্যসাথী কার্ডে হোল অ‌্যাবডোমেন অথবা সম্পূর্ণ পেটের সিটি স্ক‌্যান করাতে খরচ হয় ১৭৪০ টাকা। তার থেকেও ৬২ শতাংশ ছাড়! অর্থাৎ মাত্র ৬৬২ টাকায় করানো যাবে পেটের সিটি স্ক‌্যান। শুধুমাত্র আপার অ‌্যাবডোমেন অথবা লোয়ার অ‌্যাবডোমেনের সিটি স্ক‌্যান করাতে স্বাস্থ‌্যসাথী কার্ডে খরচ ৮৭০ টাকা। সেখানেও মিলবে ৬২ শতাংশ ছাড়। অর্থাৎ মাত্র ৩৩১ টাকায় করানো যাবে তলপেট কিংবা উপরের পেটের সিটি স্ক‌্যান। এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে কোমর অথবা ঘাড়ের সিটিস্ক‌্যানও করানো যাবে।

আপাতত সিটি স্ক‌্যান, এমআরআই শুরু হলে আগামী দিনে ডিজিটাল এক্স রে, আলট্রাসোনোগ্রাফিও হবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে। সেটাও সেই ৬২ শতাংশ ছাড়ে। এখন সাধারণ এক্স রে করাতে স্বাস্থ‌্যসাথী কার্ডে খরচ ১০০ টাকা। সেটা এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে হবে মাত্র ৩৮ টাকায়। ডিওডেনামের এক্স রে করানো যাবে মাত্র ৩৪২ টাকায়।

মেয়র পারিষদ, স্বাস্থ‌্য, অতীন ঘোষ জানিয়েছেন, যাঁরা চিকিৎসা করাতে আসবেন এই ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টারে, তাঁদের স্বাস্থ‌্যসাথী কার্ড নিয়ে আসতে হবে। আগামী ১০ জানুয়ারি ৭৭ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারের। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় জানিয়েছিলেন, শহরের প্রান্তিক মানুষদেরও যথাযথ চিকিৎসা দিতে হবে। তাঁর চিন্তাকে বাস্তব রূপ দিতেই এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার। ১৭/১ মনসাতলা লেনের এই ডায়াগনস্টিক সেন্টার আপাতত পরিচালনা করবে রিলায়েবেল ডায়াগনস্টিক বলে একটি সংস্থা। উদ্বোধনে হাজির থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, স্বাস্থ‌্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ, স্থানীয় বরো চেয়ারম‌্যান দেবলীনা বিশ্বাস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!