Advertisement
  • দে । শ
  • জুলাই ৩০, ২০২২

টেট উত্তীর্ণদের প্ররোচিত করছেন বিরোধীরা: কুণাল

আরম্ভ ওয়েব ডেস্ক
টেট উত্তীর্ণদের প্ররোচিত করছেন বিরোধীরা: কুণাল

ক্যামাকস্ট্রিটে টেট-উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভের পেছনে বিরোধীদের উসকানি রয়েছে। এরকম মন্তব্য করলেন তৃণমূলের বাকপটু রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে রাতভর বিক্ষোভ অবস্থানে মিলিত হন টেট উত্তীর্ণ প্রার্থীরা। দাবি, অভিষেকের সঙ্গে দেখা করতে চান।নিরাপত্তারক্ষীরা বাধা দিলে হৈচৈ শুরু হয়ে যায়।

শনিবার সকালে পুলিস তাঁদের সরে যেতে অনুরোধ করে।তবু তাঁরা বিক্ষোভ চালিয়ে যান। বেলা ১২টা নাগাদ পুলিস তাঁদের প্রিজন ভ্যানে তুলে এলাকা বিক্ষোভমুক্ত করে দেয়। সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেছেন, বিক্ষোভকারীদের বিরোধীরা প্ররোচিত করছেন। টেট উত্তীর্ণরা লিখিত বক্তব্য জমা দিক। অভিষেক বন্দোপাধ্যায় আন্তরিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। একটু সময় দিতে হবে। বিশেষসূত্রের খবর, আগামী সপ্তাহে তাঁদের সাক্ষাতের আশ্বাস দিয়েছে অভিষেকের দফতর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!