- দে । শ
- জুলাই ৪, ২০২২
মিলনের মরসুমে পুরুলিয়ায় জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় বন্দি চিতা-দম্পতি

বনবিভাগের ট্র্যাপ ক্যামেরায় আটকা পড়ল চিতাবাঘ। সঙ্গে তার পুরুষ বন্ধু । বিশেষ এক মুহূর্ত । কী সেটা? কাঙ্খিত মিলনের । বোরবার ভোরের দিকে, পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের জাবর পাহাড়-জঙ্গলে। জোড়া চিতাবর রহস্যভেদ হল। বনবিভাগ চিতার অবস্থান খুঁজে বেড়াচ্ছিল । বিষয়টি নিয়ে জল্পনা চলছিল । শেষ পর্যন্ত ট্র্যাপ ক্যামেরায় দুটি চিতাবাঘের পৃথক পৃথক ছবি ধরা পড়ে। একটি রাতের অন্ধকারে। আরেকটি ভোরের আলোয়। গত ২৭ জুন, গভীর রাতে যে চিতাবাঘের ছবি ট্র্যাপ ক্যামেরার চোখে পড়ে, সেটি খুব স্বাস্থ্যবান । কখনও নিঃসঙ্গ কখনও শিকার ভক্ষণে ব্যস্ত ।
২৯ জুন ভোরের আলোয় যে ছবিটি ধরা পড়ে, তা সেটি মাদি চিতার । নির্মেদ দেহ। লম্বাটে আর অনুচ্চ গড়ন । বনবিভাগের ডিএফও দেবাশিস শর্মা জানিয়েছেন, জোড়া চিতাবাঘের অবস্থান নিয়ে আমদের সংশয় ছিল না। তাই ট্র্যাপ ক্যামেরা বসাতে হয়। ২২ ফেব্রুয়ারি প্রথম স্বাস্থ্যবান পুরুষ চিতার ছবি ধরা পড়ে। ২০২১ সালের ডিসেম্বর মাসে জাবর গ্রামের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে একজন মহিলা দেখতে পান জোড়া চিতার সঙ্গে তাদের শাবক ঘুরছে। মহিলাকে ওরা দেখতে পায়নি। তারপর থেকে বনবাসী জোড়া চিতা খবর ছড়িয়ে পড়ে । বনদপ্তর তল্লাশি শুরু করে এবং ট্র্যাপ ক্যামেরায় যুগলের বিশেষ বিশেষ মুহূর্তের ছবি উঠে আসে । ডিএফও বলেছেন, এতেই আমরা নিশ্চিত এই বনাঞ্চলে চিতাবাঘের সংখ্যা বাড়ছে । গহীন অরন্যের বাইরে প্রায়ই বের হয় না। খিদের জ্বালায় গবাদি পশু লুট করে পালিয়ে যায়।
বর্ষাকাল তাদের চরম মিলনের সময়। এ অবস্থায় গ্রামবাসীরাও চিতাদম্পতিকে বিরক্ত করতে চায় না। জোড়া চিতা কোটশিলা বনাঞ্চলের লাগোয়া ঝাড়খন্ডের বোকারো রেঞ্জের যুগিডি, আড়াসারাম, ত্রিয়নালা এলাকাতেও একের পর এক গবাদি পশু, বুনো শুয়োরের উপর হামলা চালিয়ে খিদে মেটায়। নিজেদের গোপন সম্পর্ক আগলে রাখে একান্তে ।
❤ Support Us