- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৭, ২০২৪
৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু–কাশ্মীরে প্রথম সভা মোদির, ভোটের মুখে স্বপ্নের ফেরিওয়ালা
লোকসভা ভোটের আর বেশি দেরি নেই। গোটা দেশ চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার কলকাতায় একগুচ্ছ মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর বারাসতে দলীয় জনসভায় যোগ দেন। আজ পৌঁছে গেছেন জম্মু–কাশ্মীরে। ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম জম্মু–কাশ্মীর সফর প্রধানমন্ত্রীর। ভোটের কথা মাথায় রেখে এদিন শ্রীনগরে ৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদি।
এদিন শ্রীনগরের বকসি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভা ছিল। সভায় বিপুল জনসমাগম হয়। জম্মু থেকে প্রচুর মানু্য হাজির হন। গোটা এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। বিপুল সংখ্যক প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করা হয়। বকসি স্টেডিয়াম। কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল। প্রথমবার কাশ্মীরে আসতে পেরে খুশি নরেন্দ্র মোদি।
এদিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রথম ভূস্বর্গের মাটিতে পা দিলাম। এখানে আসতে পেরে দুর্দান্ত অনুভূতি হচ্ছে, যা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। শুনলাম, ২৮৫টি ব্লকের ১ লক্ষ লোক সভায় যোগ দিয়েছে। জম্মু–কাশ্মীরের মানুষকে ধন্যবাদ জানাই। এই নতুন জম্মু ও কাশ্মীরকে দেখার জন্য কয়েক দশক ধরে অপেক্ষা করেছিলাম। নতুন জম্মু ও কাশ্মীরের দারুণ ভবিষ্যত রয়েছে।’
‘স্বদেশ দর্শন’ প্রকল্পের অধীনে ৬টি প্রকল্প গোটা দেশকে উৎসর্গ করা হয়েছে। এই প্রকল্পের পরবর্তী ধাপও চালু করা হয়েছে বলে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন। তিনি বলেন, ‘স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে জম্মু–কাশ্মীর ও দেশের অন্যান্য জায়গার জন্য প্রায় ৩০টি প্রকল্প শুরু হয়েছে। এবার আমার পরের লক্ষ্য ‘ওয়েড ইন ইন্ডিয়া’। একসময় মানুষ জম্মু ও কাশ্মীরে ঘুরতে আসতে চাইত না। এখন জম্মু–কাশ্মীরের পর্যটন সব রেকর্ড ভেঙে দিচ্ছে। ২০২৩ সালে ২ কোটিরও বেশি পর্যটক এসেছেন। বিশ্বের বড় বড় সেলিব্রিটিরাও জম্মু–কাশ্মীরে আসছেন। গোটা বিশ্ব দেখেছে, জম্মু–কাশ্মীরে জি ২০ সম্মেলন কেমন সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল।’
মোদি আরও বলেন, ‘পর্যটন সম্পর্কিত বেশ কয়েকটা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছি। কৃষকদের ক্ষমতায়ন এবং জম্মু–কাশ্মীরের তরুণদের নেতৃত্বই আমাদের লক্ষ্য। বিকশিত ভারত প্রকল্পে জম্মু–কাশ্মীরকে অগ্রাধিকার দেওয়া হবে।’
❤ Support Us