- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১৫, ২০২২
কাস্তে হাতুড়ির দাপটে পরাভূত পদ্ম?

বিরোধী রাজনীতির পরিসরে কি উঠে আসছে বামেরা? ফলাফলে ইঙ্গিত বিধাননগর ও চন্দননগরে দ্বিতীয় স্থানে উঠে এল বামপন্থীরা ।
আসানসোল ও শিলিগুড়িতে তূণমূলের পরেই রয়েছে বিজেপি । স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, কলকাতার সংলগ্ন বিধাননগর এবং নগরছোঁয়া চন্দননগরে বামপ্রন্থীদের কি পুনরুত্থান ঘটছে । বিধাননগরে তৃণমূল পেয়েছে ৭৩.৮২ শতাংশ ভোট । বামেরা ১০.৬৬, বিজেপি ৮.৩৫, কংগ্রেস ৩.৪৯ শতাংশ। প্রাপ্ত ভোটের নিরিখে বামেরা এখানে দ্বিতীয়। গত বিধানসভা ভোটে বিধাননগরেই বামেরা দ্বিতীয় স্থানে ছিল বিজেপি । এবার পুরনির্বাচনে দুই শতাংশেরও বেশি ভোট হারাল । চন্দননগরে ৩৩ আসনের মধ্যে ৩১টিতেই জয়ী তৃণমূল। একটি পেয়েছে বামপন্থীরা। একটিতে ভোট হয়নি । এখানেও শতাংশের বিচারে দ্বিতীয় স্থান দখল করেছে বামপন্থীরা । বিধানসভা নির্বাচনের পর পাঁচ পুরসংস্থার ভোট হয়েছে। প্রতিটি ভোটেই বামপন্থীরা এগোচ্ছে । শক্তি কমছে কংগ্রেস এবং বিজেপির । এ কীসের লক্ষণ—কংগ্রেস ক্রমশ তূণমূলের দিকে ঝুঁকছে আর দলছুট বামপন্থী ভোটার ফিরছে স্বঘরে ?
❤ Support Us