Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৫, ২০২৪

মাধ্যমিক পরীক্ষার হলে থাকছে সিসিটিভি, নির্দেশ পর্ষদের

আরম্ভ ওয়েব ডেস্ক
মাধ্যমিক পরীক্ষার হলে থাকছে সিসিটিভি, নির্দেশ পর্ষদের

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কড়াকড়ি আরও বাড়াচ্ছে। এবার থেকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। অসাধু উপায় বা প্রশ্নপত্র ফাঁস থেকে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। পর্ষদের মতে, এই পদক্ষেপের ফলে পরীক্ষার স্বচ্ছতা বৃদ্ধি পাবে। প্রশ্নপত্র ফাঁস বা টুকলি করার মতো ঘটনা রোধ করা সম্ভব হবে।

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদ কিছু নতুন গাইডলাইন প্রকাশ করেছে। এই গাইডলাইনের উদ্দেশ্য হল পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা। ওই গাইডলাইন বা নির্দেশিকায় পর্ষদ বলেছে — প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি কক্ষের ভিডিও রেকর্ড করা হবে। পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ওই ফুটেজ সংরক্ষণ করা হবে।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার্থীরা কেবলমাত্র বৈধ পরিচয়পত্র দেখিয়েই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!