Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৭, ২০২৪

দাবি মেনে নিয়েছে মহারাষ্ট্র সরকার, ‘‌কোটা’‌ আন্দোলন প্রত্যাহার মনোজ জারাঙ্গের

আরম্ভ ওয়েব ডেস্ক
দাবি মেনে নিয়েছে মহারাষ্ট্র সরকার, ‘‌কোটা’‌ আন্দোলন প্রত্যাহার মনোজ জারাঙ্গের

সব মারাঠাদের দন্য কুনবি শংসাপত্র প্রদান, নার্সারি থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং সরকারি চাকরিতে মারাঠাদের জন্য আসন সংরক্ষণের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করেছিলেন মনোজ জারাঙ্গে। দাবি পূরণ না হওয়ায় তিনি শুক্রবার থেকে আমরণ অনশনে বসেছিলেন। অবশেষে মহারাষ্ট্র সরকার তাঁর সব দাবি মেনে নেওয়ার অনশন প্রত্যাহার করে নিয়েছেন মনোজ জারাঙ্গে পাটিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের হাত থেকে ফলের রস খেয়ে অনশন ভাঙেন তিনি।
মহারাষ্ট্রে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কুনবিরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিল। বিভিন্ন সময়ে আন্দোলন হয়। মনোজ জারাঙ্গে পাটিল আন্দোলনকে নেতৃত্ব দেন। তিনি সরকারের সঙ্গে দাবিগুলি নিয়ে বেশ কয়েকবার আলোচনায়ও বসেন। শিণ্ডে সরকার দাবি মানতে না চাওয়ায় শুক্রবার থেকে আমরণ অনশনে বসেন। শেষ পর্যন্ত চাপে পড়ে মহারাষ্ট্রে সরকার মনোজ জারাঙ্গের দাবি মেনে নিয়েছে।
জারাঙ্গে অনশনে বসার পর মহারাষ্ট্র সরকারের দুই মন্ত্রী শুক্রবার রাতে মনোজ জারাঙ্গের সঙ্গে দেখা করে তাঁর দাবি পক্ষ থেকে মেনে নেওয়ার কথা জানান। শনিবার অনশন মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও। তিনিই মনোজ জারাঙ্গেকে ফলের রস পান করান। আন্দোলন প্রত্যাহার করার পর মনোজ জারাঙ্গে বলেন, ‘‌এখনও পর্যন্ত সরকার ৩৭ লক্ষ কুনবি সার্টিফিকেট দিয়েছে। মোট ৫০ লক্ষ সার্টিফিকেট দেওয়া হবে।’‌ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে বলেন, ‘‌আমি সব মারাঠাদের সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি পূরণ করলাম। এটা ঐতিহাসিক মুহূর্ত।’‌ সরকার দাবি মেনে নেওয়ায় আজ আন্দোলনকারীরা বিজয় মিছিল বার করবেন। ভাসিতে এই মিছিল হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!