- দে । শ
- এপ্রিল ২০, ২০২৩
বিল অনুমোদনে রাজ্যপালদের সময় বেঁধে দিক কেন্দ্র। স্ট্যালিনের আর্জিতে মমতার সাড়া, পাশে আরও দুই মুখ্যমন্ত্রী
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পাশে দাঁড়ালেন। সম্প্রতি স্ট্যালিন দাবি করেছেন, বিধানসভায় পাস হওয়া বিলগুলির ক্ষেত্রে রাজ্যপালের যে অনুমোদনের সময়সীমা যেন বেঁধে দেয় কেন্দ্রীয় সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ফোন করে জানিয়েছেন, এই দাবির প্রতি তাঁর পুরোপুরি সমর্থন রয়েছে।
এম কে স্ট্যালিন সম্প্রতি এও দাবি করেছেন, বিল অনুমোদনের ব্যাপারে রাজ্যপালকে সময়সীমা বেঁধে দেওয়ার জন্যে অবিজেপিশাসিত রাজ্যগুলি যেন বিধানসভায় প্রস্তাব পাস করায়। দেশের অবিজেপিশাসিত রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে একথা জানিয়েছেন স্ট্যালিন। ইতিমধ্যে তামিলনাড়ু বিধানসভায় সংশ্লিষ্ট বিষয়ে প্রস্তাব পাস করানো হয়েছে।
দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিন নম্বর মুখ্যমন্ত্রী যিনি ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের সঙ্গে সহমত পোষণ করলেন। পরবর্তী পদক্ষেপ স্থির করতে অবিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের একত্রে মিলিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে স্ট্যালিনকে পরামর্শ দিয়েছেন মমতা। এর আগে গত ১৫ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ১৮ এপ্রিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও এম কে স্ট্যালিনের সঙ্গে সহমত পোষণ করেন।
এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ও যে তাঁর সঙ্গে একমত, একথা টুইট করে জানিয়েছেন ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজেই। সম্প্রতি স্ট্যালিন এই অভিযোগ তোলেন, অবিজেপিশাসিত রাজ্যগুলিতে নিযুক্ত রাজ্যপালরা অগণতান্ত্রিক আচরণ করছেন। অবিজেপিশাসিত রাজ্যগুলিতে নিযুক্ত রাজ্যপালদের একাংশ অনির্দিষ্টকালের জন্যে বিলগুলি ফেলে রাখছেন। এতে সরকারের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা হচ্ছে।
বামশাসিত রাজ্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ইস্যুতে স্ট্যালিনের ভূমিকার প্রশংসা করেছেন। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নরদের ক্ষেত্রে বিল অনুমোদনের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে দিল্লি বিধানসভায় ইতিমধ্যেই প্রস্তাব আনা হয়েছে।
ডিএমকে মুখপাত্র এ সারাভানানের অভিযোগ, ইতিমধ্যে দেশের তিন-তিনটি অবিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের আর্জিতে সাড়া দিয়েছেন। আশা করছি, অবিজেপিশাসিত অন্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও সাড়া দেবেন।
ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়তে বিরোধী ফ্রন্ট গড়ারও ডাক দিয়েছেন।
❤ Support Us