- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৬, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অঙ্গনওয়াড়ি, আশা কর্মীদের বাড়ল বেতন
বুধবার সকালেই ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী ।
৪৯ সেকেন্ডের ভিডিও পোস্ট মমতা বন্দোপাধ্যায় বলেন, বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য – আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট । আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব । আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা। জয় হিন্দ! জয় বাংলা!”
আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ৭৫০ টাকা বেতন বৃদ্ধি পেল । অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের ৫০০ টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে । আগামী এপ্রিল থেকে এই বাড়তি টাকা পাবেন তাঁরা ।
❤ Support Us