- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৪
মণিপুরে অতিরিক্ত পুলিশ সুপারকে অপহরন, পরে আহত অবস্থায় উদ্ধার
আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দীর্ঘদিন ধরে হিংসার আগুনে জ্বলতে থাকা মণিপুরে। আরামবাই টোঙ্গোল নামে একটা মেইতি সংগঠনের সদস্যরা ইম্ফল পূর্ব জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোইরাংথেম অমিত সিংকে অপহরন করে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী দ্রুত আহত অবস্থায় অমিত সিংকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় আরামবাই টেঙ্গোলের প্রায় ২০০ জন সশস্ত্র সদস্য গাড়িতে করে এসে মণিপুর পুলিশের অপারেশন শাখায় নিযুক্ত অফিসার অমিত সিংয়ের বাড়িতে হামলা চালায়। তাঁর বাড়ি ভাঙচুর করে এবং গুলি চালিয়ে অন্তত চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত করে। নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পরে সেনাবাহিনী তলব করা হয় এবং ইম্ফল পূর্ব জেলায় আসাম রাইফেলসের ৪ কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে।
মণিপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২৭ ফেব্রুয়ারি সন্ধেয় অতিরিক্ত পুলিশ সুপার মোইরাংথেম অমিত সিংয়ের বাসভবনে প্রায় ২০০ সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। দুর্বৃত্তরা পরিবারের সম্পত্তি ভাঙচুর করেছে। হামলার খবর পেয়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গেলে দুই ব্যক্তি আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার মাঝেই অমিত সিং ও তাঁর এক নিরাপত্তারক্ষীকে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পরে তাঁদের কোনজেং লেইকাই এলাকা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে,।’
গাড়ি চুরির অভিযোগে মেইতি সংগঠনের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছিলেন অমিত সিং। গ্রেপ্তারের পর, মিরা পাইবিসের একটা দল (মেইতি মহিলা গ্রুপ) তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে ও রাস্তা অবরোধ করে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু সংগঠনের সদস্যরা হঠাৎ যানবাহন ভাঙচুর করতে শুরু করে ও গুলি চালায়। পুলিশ সংখ্যায় কম থাকায় বাড়ির ভেতরে আশ্রয় নেয়। পরে বিশাল পুলিশবাহিনী ও সেনা এসে পরিস্থিতি সামাল দেয়।
❤ Support Us