- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২২, ২০২৪
গুলমার্গে ভয়াবহ তুষারধস। মৃত এক, আহত পাঁচ। নিখোঁজ এক স্কিয়ার
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ভয়াবহ তুষারধসে একজন বিদেশি স্কিয়ারের মৃত্যু হয়েছে। পাঁজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ একজন । জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের চতুর্থ সংস্করণ চলাকালীনও বিশ্ব বিখ্যাত স্কি গন্তব্যের আফারওয়াত এলাকায় এই বিশাল তুষারপাতের ঘটনা ঘটেছে।
গুলমার্গের স্থানীয় সেনা ক্যাম্পের পাশে এই তুষারধসে সাত বিদেশী স্কিয়ার এবং একজন গাইড আটকা পড়েন। তুষারধসের পর উদ্ধার অভিযান শুরু হয়। বারামুল্লা জেলা পুলিশ, গুলমার্গ ট্যুরিস্ট পুলিশ এবং সিভিল প্রশাসন আটকে পড়া স্কিয়ারদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযানের জন্য একটি হেলিকপ্টারেরও সাহায্য নেওয়া হয়। একজন স্কিয়ারের দেহ উদ্ধার করা হয়েছে। স্নো স্কি রেসকিউ টিমের প্রধান মঞ্জুর আহমেদ জানিয়েছেন, সপ্তম স্কিয়ারের খোঁজ চলছে। এদিন তুষারধসে আটকে পড়া স্কিয়ারদের পরিচয় জানা যায়নি।
যে অঞ্চলে স্কিয়াররা আটকা পড়েছিলেন, সেটি খাড়া ভূখণ্ডের কারণে তুষারপাতের ঝুঁকিপূর্ণ। যার ফলে অনেক সময় হতাহতের ঘটনা ঘটে। গত বছর ১ ফেব্রুয়ারি গুলমার্গের আফারওয়াত পর্বতমালার হাপুত খুদ এলাকায় এক বিশাল তুষারধসের পরে দুই পোলিশ পর্যটক নিহত হয়েছিলেন। ১৯ জনকে উদ্ধার করা হয়েছিল। গত বছর অক্টোবরে, লাদাখের মাউন্ট কুনের কাছে তুষারধসে একজন সেনার মৃত্যু হয়েছিল।
❤ Support Us