Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৭, ২০২৪

“যা হয়েছে অন্যায় হয়েছে”, শাহজাহান ইস্যুতে মুখ খুললেন ফিরহাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
“যা হয়েছে অন্যায় হয়েছে”, শাহজাহান ইস্যুতে মুখ খুললেন ফিরহাদ

উত্তর ২৪ পরগণার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশির জয যান। অভিযোগ দীর্ষ সময় যাবৎ ওই তৃণমূল নেতাকে ডাকাডাকির পর তাঁর বাড়ির কলাপ্সিবল গেট ভাঙতে গেলেই হাজার খানেক চেখ শাহজাহান অনুগামী ইডি আধিকারিকদের আক্রমণ করেন। তিনজন ইডি আধিকারিক রক্তাক্ত হন শাহজাহান বাহিনীর হাতে। দুষ্কৃতকারীদের হাত থেকে সেদিন রেহাই পাননি সাংবাদিকরাও। ওই দিনই শাহজাহান বেপাত্তা হয়ে যান। শাহজাহানের অন্তর্ধান রহস্যের এখনও কোনও কিনারা করতে পারেনি রাজ্য পুলিশ। ২২ দিন পরেও সন্দেশখালির বেতাজ বাদশার খোঁজ পাচ্ছেন না তদন্তকারীরা। যদিও সোশাল মিডিয়ায় এখনও সমান সক্রিয় এই তৃণমূল নেতা। সাধারণতন্ত্র দিবসে পোস্ট করতেও দেখা গিয়েছে তাঁকে। তা সত্ত্বেও নাকি তাঁর কোনও খোঁজ পাচ্ছে না পুলিশ। তা নিয়ে বিভিন্ন মহলে তুমুল সমালোচনার মুখে রাজ্যের শাসকদল। এই পরিস্থিতিতেই এবার শাহজাহানের সমালোচনায় সরব ফিরহাদ হাকিম। ইডির উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, “যা হয়েছে অন্যায় হয়েছে।”
তবে কি ভাবে শেখ শাহজাহানকে পুলিশ হেফাজতে নেওয়া যায় সেই বিষয়ে মুখ খোলেননি ফিরহাদ হাকিম।
এদিকে আমরা দেখেছি সম্প্রতি রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেছেন, চেখ শাহজাহান হয়তো অসুস্থ, তাই তিনি ভিন রাজ্যে চিকিৎসার জন্য যেতে পদরেন। তবে তিনি রাজ্যে থাকলে অবশ্যই পুলিশ তাঁকে ধরত, ধরবে। শেখ শাহজাহানকে কি আপনি আত্মসমর্পণ করতে বলবেন? এই প্রশ্নের উত্তরে অখিল গিরি জানান, তিনি এই বিষয়ে জানেন না। তবে তিনি বলেন, শেখ শাহজাহানের চাইলে আত্মসমর্পণের জন্য ইডির কাছে সময় চাইতেনপারেন। ইডি আগেও অনেককে সময় দিয়েছে, তাই তিনি মনেনকরেন শেখ শাহজাহানকেও সময় দেবেন।
শেখ শাহজাহান ইস্যুতে ফিরহাদ হাকিম যখন বলছেন ইডির ইপর হামলা অন্যায় হয়েছে। তখন অখিল গিরির ভাষ্য ফিরহাদের ভাষ্যের সঙ্গে ঠিক মিলছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!