- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৫, ২০২৪
রাজ্যজুড়ে অপরাধীদের মুক্তাঞ্চল, তাতে শামিল শুভেন্দুরাও, কটাক্ষ মহম্মদ সেলিমের
শুক্রবার সন্দেশখালির ঘটনা নিয়ে সরাসরি রাজ্য সরকার ও তৃণমূল দলকে অভিযুক্ত করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শুক্রবার সিপিএম রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে বলেন, শুধু সন্দেশখালি নয়, সন্দেশখলির মতো রাজ্যের বিভিন্ন অংশে অপরাধীদের মুক্তাঞ্চল তৈরি হয়েছে তৃণমূল সরকারের আমলে। সন্দেশখালিতে পরিকল্পিত কায়দায় অপরাধীদের জড়ো করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ একজোট হয়ে লড়ছেন। অপরাধীদের ধর্ম খুঁজে লড়াইকে ভাঙার চেষ্টা হচ্ছে আরএসএস’র পরিকল্পনায়। অপরাধীদের মুক্তাঞ্চল তৈরির কাজে যুক্ত থেকেছেন শুভেন্দু অধিকারীর মতো তৃণমূল থেকে বিজেপি’তে যোগ দেওয়া নেতারাও।
মহম্মদ সেলিম বলেন, ‘‘এই অন্যায়ের রাজত্বের অবসানের জন্যই ৭ জানুয়ারি ব্রিগেডে যৌবনের ডাকে জনতার ঢল নামবে। দুর্নীতিগ্রস্ত, অপরাধী, নিপীড়কদের বিরুদ্ধে একজোটে লড়াই চলবে।’’
সেলিম মনে করিয়েছেন সিপিআই(এম) নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্যকেও। সেলিম বলেন, ‘‘২০১১’র নির্বাচনের পর রাজ্যে অপরাধীদের বুকের পাটা বেড়েছে। তারা মনে করছে এই সরকার তাদের। বুদ্ধদেব ভট্টাচার্য তখন বলেছিলেন। ১২ বছর ধরে আমরা বামপন্থীরা বলছি। সন্দেশখালির মতো রাজ্যের বিভিন্ন এলাকাকে মুক্তাঞ্চল করা হয়েছে পরিকল্পিতভাবে।’’
এদিনই মু্র্শিদাবাদে তৃণমূল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি প্রসঙ্গে বক্তব্য রেখেছেন। শুভেন্দু হামলাবাজদের রোহিঙ্গা বলেছেন। তাঁর আরও অভিযোগ, সন্দেশখালিতে তৃণমূলের যে নেতার বাড়িতে তল্লাশির জন্য ইডি গিয়েছিল, সেই শেখ শাজাহান আগে সিপিএম করত।
দুই মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মহম্মদ সেলিম বলেন, ‘‘চ্যালেঞ্জ করছি, ২০১১’র আগে শাজাহানের শেখের নাম কবে কোন ঘটনায় এসেছে দেখা হোক। ২০১৮’র পঞ্চায়েত নির্বাচনে এই শুভেন্দুই এমন বাহিনী তৈরি করেছিলেন। মুর্শিদাবাদেও করেছিলেন। বিরোধীশূন্য পঞ্চায়েত হলে ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। যে বামপন্থীরা ভালো ফল করেছিল তাদের ঘরছাড়া করতে এই বাহিনী তৈরি হয়েছিল। এই বাহিনী আজ তৃণমূল কাল বিজেপি। ভেড়ি, প্রাকৃতিক সম্পদ, পাচার চালিয়ে কোটি কোটি টাকা লুটের জন্য এই বাহিনী তৈরি করেছিলেন। তখন শুভেন্দু তৃণমূলের মন্ত্রী। আজ শুভেন্দু বড় বড় কথা বলছেন!’’
সেলিমের ক্ষোভ প্রকাশ করে বলেন, শুভেন্দু বা মুকুল রায়ের নেতৃত্বে একসময়ে অপরাধীদের মদত দিয়েছে তৃণমূল। আজ হচ্ছে অভিষেক ব্যানার্জিদের নেতৃত্বে। শুভেন্দুর রোহিঙ্গা প্রসঙ্গে বক্তব্যের প্রেক্ষিতে মহম্মদ সেলিম বলেন, ‘‘রোহিঙ্গা কাকে বলে বিজেপি জানে? রোহিঙ্গাদের দায়ী করছে, মানে তৃণমূলকে আড়াল করছে।’’ সিপিএম রাজ্য সম্পাদক বলেন, ‘‘শুভেন্দু, মুকুল, অভিষেকরা আরএসএস নির্দেশিত পথে মস্তানবাহিনীতে মুসলিম যুবকদের যুক্ত করেছে। আজ দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়ছেন। লড়াইকে দুর্বল করতে মুসলিমদের দায়ী করছে বিজেপি, যাতে তৃণমূল রেহাই পেয়ে যায়।’’
সেলিম বলেন ইডির উচিত ছিল প্রস্তুতি নিয়ে শেখ শাজাহানের বাড়িতে যাওয়া।
❤ Support Us