- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৩, ২০২৪
মুৰ্শিদাবাদে দাঁড়াচ্ছেন সেলিম। আরও তিন কেন্দ্রে বাম প্রার্থীর নাম ঘোষণা
আসন্ন লোকসভা ভোটে আরও চার প্রার্থীর নাম ঘোষণা করলো রাজ্য বামফ্রন্ট। শনিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মুর্শিদাবাদ, রানাঘাট, বর্ধমান দুর্গাপুর, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
প্ৰথম দফায় ১৬ জনের পর আলিপুরদুয়ার এবং আজ ফ্রন্টের বৈঠক শেষে চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় । এবার মুর্শিদাবাদে প্রার্থী করা হয়েছে মহম্মদ সেলিমকে । মুর্শিদাবাদে তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূলের আবু তাহের খান । রানাঘাটে প্রাক্তন সাংসদ অলকেশ দাস, বর্ধমান-দুর্গাপুরে সুকৃতি ঘোষাল এবং বোলপুরে প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে প্রার্থী করা হয়েছে । এখনও পর্যন্ত ২১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে বামফ্রন্টের ।
অন্যদিকে ইন্ডিয়া জোট শরিক কংগ্রেস বাংলার আটটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে । কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা সহ ফ্রন্ট শরিকদের সঙ্গে আলোচনা করেই পার্থীদের নাম ধাপে ধাপে ঘোষণা করতে হচ্ছে, বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান।
❤ Support Us