- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১৯, ২০২৫
বৃহঃস্পতি থেকে বদলাবে বাংলায় আবহাওয়ার মেজাজ, আসছে কালবৈশাখী !

বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টিসহ কালবৈশাখি ঝোড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতি চলবে ২২ মার্চ, শনিবার পর্যন্ত, রবিবারও এর কিছুটা প্রভাব থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবাহিত হওয়ার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখী হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এসব অঞ্চলে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রইয়েছে। তবে সেখানে শুক্রবার থেকে পরিস্থিতি আরও খারাপ হবে। উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, এবং উত্তর দিনাজপুরে ঝড়ের গতিও বেশি হতে পারে, ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ওই দিন ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং হাওড়াতেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বুধবার কলকাতা ও তার আশপাশের অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম, তবে দিনের বেলায় বেশ গরম অনুভূত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, রাতের তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। আজ দিনের আকাশ পরিষ্কার হলেও সন্ধ্যার দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনগুলিতে রাজ্যজুড়ে বৃষ্টির কারণে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রা রকইরকম থাকবে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাগুলিতে হাওয়ার গতিবেগ কিছুটা কম থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব অসমের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে। এ সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ এ সময় সমুদ্র উত্তাল হতে পারে। জেলাগুলিতে ঝড়বৃষ্টির কারণে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টির কারণে জমিতে জল জমে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া, বৃষ্টির কারণে রাস্তাঘাটে জল জমে যাওয়ার ফলে যাতায়াতে সমস্যা হতে পারে, তাই জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে দুর্যোগের সময় সম্ভব হলে বাড়ির ভিতরে থাকার অনুরোধ করা হয়েছে।
❤ Support Us