- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৫, ২০২৪
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ মহেন্দ্র সিং ধোনিকে

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিশিষ্টজনদেরও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এবার আমন্ত্রণ পৌঁছে গেল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির কাছেও।
সোমবার ঝাড়খণ্ড বিজেপি–র সাধারণ সম্পাদক কর্মবীর সিং এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ধনঞ্জয় সিং ধোনির বাসভবনে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে আসেন। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে হাজির থাকার জন্য বারবার অনুরোধ করেছেন। ধোনি অবশ্য যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেননি। যে কোনও ধরণের রাজনৈতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়াকলাপ সাধারণত এড়িয়ে চলেন ধোনি। অন্যান্য অনুষ্ঠানেও তাঁকে খুবই কম দেখা যায়। রাম মন্দির উদ্বোধনের মতো বিতর্কিত অনুষ্ঠান যে এড়িয়ে চলবেন, এটাই স্বাভাবিক।
এই মুহূর্তে নিজেকে নিয়েই ব্যস্ত রয়েছেন ধোনি। মার্চ মাস থেকে আইপিএল। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রবিবার ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে কান্ট্রি ক্রিকেট ক্লাবের টেনিস কোর্টে দেখা গিয়েছিল। নিজেকে মূলত ফিট রাখতেই টেনিস কোর্টে নেমে পড়া ধোনির।
গতবছর ব্যাট হাতে সাফল্য পাননি ধোনি। হাঁটুতে চোট নিয়েই খেলেছিলেন। আইপিএলের পর হাঁটুর অস্ত্রোপচার করেছিলেন। এখন পুরোপুরি ফিট। গতবছর দলকে সাফল্য এনে দিতে পারেননি। এবছর খেতাব জিতিয়েই ক্রিকেট ছাড়তে চান তিনি।
❤ Support Us