- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৯, ২০২৪
সন্দেশখালিতে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ জাতীয় মহিলা কমিশন প্রধানের। রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই, অভিমত রেখার ।চোপড়া নিয়ে নিশ্চুপ কেন, পাল্টা প্রশ্ন মন্ত্রী শশী পাঁজার
তফশিলি জাতি কমিশনের পর এবার জাতীয় মহিলা কমিশনও রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাল । সোমবার সন্দেশখালি গিয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, ‘ সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতন হয়েছে, প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে স্থানীয় মানুষ । নারী নির্যাতন এবং যৌন হেনস্থার একাধিক অভিযোগ আমারা পেয়েছি । এখানকার মহিলারা নিরাপত্তা চাইছেন । সন্দেশখালিতে রাষ্ট্রপতি শসান ছাড়া উপায় নেই । এনিয়ে তিনি রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে বিষয়টি জানাবেন ।’
#WATCH | West Bengal: NCW Chairperson Rekha Sharma says, “The women of Sandeshkhali have been harassed… They are scared and the situation here is bad. Women are crying in front of me. I don’t think anything will happen here without the President’s rule…Today I have copies of… pic.twitter.com/UkkUiKzGWD
— ANI (@ANI) February 19, 2024
জাতীয় তফশিলি কমিশনও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছিলেন । গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালি গিয়েছিল জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল । শুক্রবারই তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ওই সুপারিশ করেন ।
সোমবার কলকাতা বিমানবন্দরে নেমেই সন্দেশখালির অবস্থা সরজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল । সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, সকলের মধ্যে ভয় দূর করতে হবে, একজন ভয় কাটিয়ে অভিযোগ করেছেন। অভিযুক্তরা গ্রেফতার হলে বাকিদেরও ভয় কাটবে । এরপর নির্যাতিতার বাড়িতে গিয়ে, মহিলা এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল।
পরে সন্দেশখালি থানাতেও যান রেখা শর্মারা, কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে ।
এদিনই নির্যাতিতা মহিলার পরিচয় ফাঁস করা নিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
#WATCH | Kolkata: On National Commission of Women (NCW) Chairperson Rekha Sharma’s visit to Sandeshkhali, State Minister Shashi Panja says, “She needs to know that the State government has taken steps to neutralize the critical situation… Why NCW did not visit the states having… pic.twitter.com/eBsYs5zts0
— ANI (@ANI) February 19, 2024
এদিকে রেখা শর্মা এবং সন্দেশখালিতে সফররত জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের নারী, শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা । তিনি বলেন, চোপড়ায় বিএসএফ নিয়ন্ত্রিত এলাকায় গত সোমবার মাটি চাপা পড়ে চার শিশুর মূত্যু হয়েছে । জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা কি সেখানে যাবেন ?
পাশাপাশি তাঁর অভিযোগ বিজেপির আইটি সেল মা সারদাকে নিয়ে যে নিন্দনীয় পোস্ট করেছে সে প্রসঙ্গে রেখা শর্মা নিশ্চুপ কেন? রাজ্যের মন্ত্রী এদিন বলেন, প্রত্যেক বিষয় জেনেই বিবেচনা এবং সমস্যার সমাধান করা উচিত ।
❤ Support Us