শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
এবার থেকে বছরে দুইবার বোর্ড পরীক্ষা নেওয়া হবে বলে জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জাতীয় শিক্ষানীতি ২০২০-র সঙ্গে এই বোর্ড পরীক্ষা বিষয়ক এই নতুন পাঠক্রমের কাঠামোকে যুক্ত করেছে।
নতুন পাঠক্রমের কাঠামো :
বোর্ডের পরীক্ষা বছরে দুইবার হবে যাতে ছাত্রছাত্রীরা তাদের দুইবার দেওয়া পরীক্ষার মধ্যে সবচেয়ে ভালো পরীক্ষায় প্রাপ্ত নম্বরটি পেতে পারে।
লেখাপড়া শেখা মানে যে শুধু বইনপড়ে মুখস্ত করা এবং কোচিংয়ে গিয়ে পড়ে আসা সেই ভাবনা থেকে ছাত্রছাত্রীদের বার করে আনবে এই পাঠক্রম কাঠামো। এর ফলে পড়াটা ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পারবে এবং সেই উপলব্ধির নিরিখে যে পরীক্ষায় তারা সাফল্যলাভ করবে। ১১ এবং ১২ ক্লাসে দুটো ভাষা পড়া বাধ্যতামূলক করা হল, যার মধ্যে একটা অবশ্যই ভারতীয় ভাষা থাকতে হবে। ২০২৪ শিক্ষাবর্ষে এই নতুন পাঠক্রম চালু হবে এবং এই পাঠক্রম অনুযায়ী বই মুদ্রিত হবে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34