- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ১, ২০২৩
মার্কিন আদালতের নির্দেশ। বাংলার টেরাকোটা মূর্তি থেকে একাদশ শতকের অপ্সরা মূর্তি, শতাব্দী প্রাচীন ১৫ পুরাতত্ত্ব ভারতকে ফিরিয়ে দিচ্ছে মেট্রোপলিটান মিউজিয়াম
মার্কিন যুক্তরাষ্ট্রের সংগ্রহশালায় হদিশ মিলল শতাব্দী প্রাচীন ৭৭ ভারতীয় পুরাতাত্ত্বিক নিদর্শনের । প্রায় ১২ বছর আগে তামিলনাড়ু থেকে পাচার হয়েছিল এইসব প্রত্নতাত্ত্বিক সামগ্রী। এরপর তদন্তমূলক সাংবাদিকতার আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস বা আইসিআইজে-এর তদন্তে অবশেষে খোঁজ মিলল বাংলার টেরাকোটা মূর্তি থেকে একাদশ শতকের অপ্সরা মূর্তির ।
চোরা চালানের মূল চক্রী সুভাষ কাপুর ঘটনার কিছুদিন পরেই জার্মানির ফ্রাঙ্কফুট থেকে গ্রেফতার হন । এরপর ২০১২ সালে সুভাষকে ভারতের হাতে প্রত্যর্পণ করা হয়। ২০২২ সালের নভেম্বরে তামিলনাড়ুর আদালত চোরাচালানকারী সুভাষকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। তামিলনাড়ুর জেলেই বন্দি রয়েছে সুভাষ কাপুর।
পুরাতাত্ত্বিক সামগ্রীগুলি সুভাষ মোটা টাকায় বিক্রি করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টসকে। সম্প্রতি নিউইয়র্ক সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট মিউজিয়ামে তল্লাশি চালানোর জন্যে পরোয়ানা জারি করেছে । এরপরই গত ৩০ মার্চ মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, তল্লাশি পরোয়ানার অন্তর্গত ১৫টি প্রাচীন ভাস্কর্য ভারতকে হস্তান্তর করা হবে । উল্লেখ্য, এই পুরাতাত্ত্বিক সামগ্রীগুলির ভিতর রয়েছে বেলেপাথরে তৈরি একাদশ শতকে নির্মিত অপ্সরা মূর্তি থেকে শুরু করে বাংলার টেরাকোটা শিল্পও । এছাড়া রয়েছে পাথর এবং তাম্রনির্মিত বহুমূল্য পুরাতাত্ত্বিক সামগ্রী। রয়েছে প্রস্তর নির্মিত অষ্টম শতকের কামদেব মূর্তি অথবা তৃতীয় ও চতুর্থ শতকের টেরাকোটার সামগ্রীও।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টস কার্যত জানিয়েছে, তারা জানতেন না এই পুরাতাত্ত্বিক সামগ্রীগুলি পাচার করা হয়েছে । জানা গিয়েছে, যে ১৫টি পুরাতাত্ত্বিক সামগ্রী ভারতকে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে ওই মিউজিয়াম কর্তৃপক্ষ, সেগুলির মোট বাজারমূল্য এখন ১০ লক্ষ মিলিয়ন ডলারের বেশি, ভারতীয় টাকায় যার দাম ৯ কোটি ৮৭ লক্ষ টাকার কাছাকাছি।
যে ১৫টি পুরাতাত্ত্বিক সামগ্রী ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্কের সুপ্রিম কোর্ট, কেবলমাত্র সেগুলিই নয়, চোরাচালানকারী সুভাষ মার্কিন যুক্তরাষ্ট্রের ওই মিউজিয়ামে পাচার করছিলেন সবমিলিয়ে ৭৭টি পুরাতাত্ত্বিক সামগ্রী। তামিলনাড়ুর জেলে বন্দি চোরাচালানকারী সুভাষ কাপুরের আইনজীবী জানিয়েছেন, নিউইয়র্কের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ সম্পর্কে তিনি কিছু জানেন না। উল্লেখ্য, তামিলনাড়ুর আদালত সুভাষ কাপুরকে পুরাতাত্ত্বিক সামগ্রী চোরাচালানোর দায়ে ১০ বছরের যে সাজা দিয়েছে, এই রায়কে চ্যালে়্জ জানিয়ে তাঞ্জাভুরের সেসন কোর্টে আবেদন দায়ের করেছেন সুভাষ কাপুরের আইনজীবী।
❤ Support Us