Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৯, ২০২৪

নীতীশের নেতৃত্বে বিহার বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা গেরুয়া জোটের

আরম্ভ ওয়েব ডেস্ক
নীতীশের নেতৃত্বে বিহার বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা গেরুয়া জোটের

নতুন করে এনডিএ-র জোটে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েই ‘মহাগঠবন্ধন’ ছেড়ে এবার পুরনো বিহার বিধানসভায় স্পিকারকে অপসারণের পদক্ষেপ করা শুরু করলেন এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে ‘দলবদলু’ রাজনীতিক নীতীশ কুমার ও তাঁর নতুন জোটসঙ্গীরা। লালু প্রসাদ যাদবের দল আরজেডিকে কোনঠাসা করতে এখন তৎপর গত পরশু যিনি লালুর জোটসঙ্গী ছিলেন সেই নীতীশ। বিহারের বিধানসভার স্পিকার অওয়ধ বিহারী চৌধরী, যিনি আরজেডি নেতা। নীতীশের জোটবদলের পরেই তাঁর অপসারণ চেয়েছেন বিজেপি নেতারা। বিহারের বিধানসভায় বিজেপি ও তাদের ঘনিষ্ঠ জোটের অনেক নেতাই অনাস্থা প্রস্তাব এনেছেন স্পিকারের বিরুদ্ধে।

 

বিধানসভার স্পিকার অওয়ধ বিহারী চৌধরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস জমা দিয়েছেন বিজেপি নেতা নন্দ কিশোর যাদব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা’ বা হাম-এর প্রতিষ্ঠাতা সভাপতি জিতনরাম মাঝিঁ, জেডিইউ নেতা বিনয় কুমার চৌধরী, রত্নেশ সদা এবং এনডিএ-এর শরিক অন্যান্য বিধায়কেরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!