Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৪

মহুয়াকে দিল্লির সাংসদ বাংলো ছাড়তে নির্দেশ, দিল্লি হাইকোর্টে রেহাই পেলেন না বহিষ্কৃত তৃণমূল সাংসদ

আরম্ভ ওয়েব ডেস্ক
মহুয়াকে দিল্লির  সাংসদ বাংলো ছাড়তে নির্দেশ, দিল্লি হাইকোর্টে রেহাই পেলেন না বহিষ্কৃত তৃণমূল সাংসদ

তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে আগেই। এবার তাঁকে সাংসদ হিসেবে দিল্লিতে পাওয়া বাংলো ছাড়তে নির্দেশ দেওয়া হল। তবে নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ জানিয়ে এখনই সাংসদ হিসেবে পাওয়া বাংলো ছাড়তে নারাজ মহুয়া মৈত্র। তবে দিল্লি হাই কোর্টে বাঙলো না ছাড়ার আর্জি জানিয়েও স্থগিতাদেশ পেলেন না তৃণমূলের এই বহিষ্কৃত সাংসদ।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি মহুয়া মৈত্রর আবেদন শোনামাত্র জানিয়ে দেন, এ বিষয়ে আবেদন করতে হবে কেন্দ্রীয় সরকারের ডাইরেক্টরেট অফ এস্টেটের কাছে। আদালত এই বিষয়ে কিছু করতে পারবে না। এর পরে মহুয়ার আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন।

গত ৮ ডিসেম্বর মহুয়া মৈত্রকে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সংসদ থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনার এক মাসের মধ্যে সাংসদ হিসেবে পাওয়া বাংলো খালি করার জন্য মহুয়া মৈত্রকে নির্দেশ পাঠাতে বলে সংসদের এস্টেট কমিটি। ওই মর্মে তারা একটি চিঠি পাঠায় কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে। তার পর গত ১১ ডিসেম্বর বহিষ্কৃত সাংসদকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সময় বেঁধে ৭ জানুয়ারির মধ্যে বাংলো ফাঁকা করতে বলা হয়  এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে লিখিত হলফনামা দাখিল করেন মহুয়া মৈত্র। তবে তাঁর আবেদন খারিজ হয়ে যায় আদালতে।

এদিকে এই মুহূর্তে বাংলো ছাড়তে না চাওয়ার পিছনে মহুয়ার আবেদন ছিল, ২০২৪ সালের লোকসভা ভোটের ফল ঘোষণা হওয়ার সময় পর্যন্ত তিনি যেন সরকারি বাংলোয় থাকতে পারেন, সেই নির্দেশ দিক আদালত। মহুয়ার আইনজীবী জানান, যদি তাঁর মক্কেলকে সংশ্লিষ্ট সময়ের জন্য বাংলোয় থাকার অনুমতি দেওয়া হয়, তা হলে বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনও খরচ তাঁর মক্কেল বহন করতে প্রস্তুত। সেই আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ বৃহস্পতিবার জানিয়ে দেন, সরকারি আবাসনে থাকার জন্য আবেদন ডাইরেক্টরেট অফ এস্টেটের কাছেই করতে হবে। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে আইন মেনে সিদ্ধান্ত নিতে হবে। আদালতের এই বিষয়ে কিছু করার নেই। এদিকে সুপ্রিম কোর্ট মহুয়ার সাংসদ পদ খারিজের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি, তাহলে মহুয়া মৈত্র কি ভাবে সাংসদ হিসেবে পাওয়া সরকারি বাংলোয় থাকবেন? এই প্রশ্ন তুলেছে দিল্লি হাইকোর্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!