Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১০, ২০২৪

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রাথমিক স্বাস্থ্য গবেষণায় যোগীর রাজ্যকে বাছলেন অভিজিৎ বিনায়ক

আরম্ভ ওয়েব ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রাথমিক স্বাস্থ্য গবেষণায় যোগীর রাজ্যকে বাছলেন অভিজিৎ বিনায়ক

প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গবেষণার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তাঁর গবেষণাগার হিসেবে বেছে নিলেন যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর এই গবেষণা। এআই ব্যবহার করে কী ভাবে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেটাই নোবেল জয়ীর গবেষণার প্রতিপাদ্য। এই গবেষণা প্রসঙ্গে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁর দেখা ও কথা হয়েছে। বিষয়টি এখন প্রাথমিক অবস্থায় রয়েছে, যোগী আদিত্যনাথের সঙ্গে বিষয়টি নিয়ে তাঁর কথা হয়েছে।

পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন এই সফিরে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী। জগন্নাথ চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, মঙ্গলবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যোগীর অযোধ্যা সফরের কথা ছিল। তবে অভিজিৎ বিনায়কের আসার কারণ জানার পরেই তিনি তাঁর অযোধ্যা সফর পিছিয়ে দেন। নিজের বাসভবনে অভিজিতের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। লখনউয়ের ৫ নম্বর, কালীদাস মার্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে অভিজিতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যোগী আদিত্যনাথের। এই বৈঠকে মুখ্যমন্ত্রীকে অভিজিৎ জানান, কেন তিনি উত্তরপ্রদেশেই কাজ করতে চান। অভিজিতের প্রস্তাব শুনে তাঁকে স্বাগত জানান যোগী। উত্তরপ্রদেশে শীঘ্রই কাজ শুরু করতে চলেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল প্রয়োগ করে গ্রামের প্রান্তিক মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ কী ভাবে করা যায় তা নিয়ে উত্তরপ্রদেশে সেই গবেষণার কাজ করতে চান অধ্যাপক বন্দ্যোপাধ্যায়। তাঁকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।’’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!