Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২, ২০২৪

মহাকাশে উত্তর কোরিয়ার আরো তিন গোয়েন্দা উপগ্রহ। উদ্বেগ বাড়বে আমেরিকার, শঙ্কিত দক্ষিণ কোরিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
মহাকাশে উত্তর কোরিয়ার আরো তিন গোয়েন্দা উপগ্রহ। উদ্বেগ বাড়বে আমেরিকার, শঙ্কিত দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়া আরো তিন গোয়েন্দা উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে। চলতি বছরে কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা এ খবর দিয়েছে। বিবিসি সূত্র জানিয়েছে, নভেম্বর মাসে প্রথম মহাকাশে উপগ্রহ পাঠানোর কথা ঘোষণা করেছে স্বৈরশাসক কিমের দেশ। দাবি, ওই উপগ্রহ ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি পাঠিয়েছে। কিন্তু গোয়েন্দা উপগ্রহ পাঠানোর আলোকচিত্র কেউই প্রকাশ করেনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, নতুন বছরে তাঁর দেশের কৌশলে মৌলিক পরিবর্তন দেখা যাবে। নিজেদের পারমাণবিক প্রকল্পকে অব্যাহত রাখতে তাঁর দেশ বদ্ধ পরিকর। নিজের দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার সম্মেলনে রবিবার কিম স্পষ্ট করে জানিয়ে দেন, দুই কোরিয়ার একত্রীকরণের কোনও সম্ভাবনা নেই। সিউল তার দেশকে শত্রু  মনে করে।

দুই কোরিয়ার সম্পর্কে দীর্ঘদিন ধরে মন্দ হওয়া বইছে। নভেম্বরে মহাকাশে গোয়েন্দা উপগ্রহ পাঠানোর পর সম্পর্কের আরো অবনতি হয়। আমেরিকা দক্ষিণ কোরিয়ার পাশে। অঘোষিতভাবে চিন উত্তর কোরিয়ার পিছনে।

সব ধরণের হুমকি উপেক্ষা করে ২০২৩ সালে উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে নিয়েছে। দক্ষিণ কোরিয়ায় আমেরিকার প্রভাব যত বেড়েছে,ততই ক্ষেপে উঠেছেন কিম। যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র সুসজ্জিত সাবমেরিন পাঠিয়েছে একই ভাষী প্রতিবেশী দেশে। তার প্রত্যুত্তরে মহাকাশে কিমের দেশ গোয়েন্দা উপগ্রহ পাঠানোর পরিকল্পনা নেয়। কিম বলেছেন, যুদ্ধ শব্দটি একটি বাস্তব। ২০২৪ সালে উত্তর কোরিয়া সামরিক শক্তিতে আরো শক্তিশালী হয়ে উঠবে। কিমের গর্জন থেকে বর্ষণের খুব একটা দূরত্ব নেই। দেশের নিরাপত্তার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো ঝুঁকি নিতে পারেন। তাঁর দেশের গোয়েন্দা উপগ্রহ হোয়াইট হাউস আর পেন্টাগনের ছবি পাঠিয়ে দিয়েছে। নতুন তিন উপগ্রহ নজর রাখবে বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটির ওপর। বাড়িয়ে তুলবে আমেরিকার উদ্বেগ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!