Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৭, ২০২৫

ডার্বির আগেই মাঠের বাইরে লড়াই, ইস্টবেঙ্গলের চমক হিরোশি, মোহনবাগান তাকিয়ে রবসনের দিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
ডার্বির আগেই মাঠের বাইরে লড়াই, ইস্টবেঙ্গলের চমক হিরোশি, মোহনবাগান তাকিয়ে রবসনের দিকে

শিল্ড ফাইনালে ‌ডার্বিতে বল গড়ানোর আগেই মাঠের বাইরে লড়াই। সাংবাদিক সম্মেলনে গড়হাজির ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। কারণ কী ?‌ আসলে আইএফএ মোহনবাগান সুপার জায়ান্টের সুবিধা মতো সাংবাদিক সম্মেলন দেওয়ায় আসার তাগিদ দেখাননি লাল–হলুদ কোচ।

শুক্রবার যুবভারতীর প্র‌্যাকটিস গ্রাউন্ডে ইস্টবেঙ্গলের অনুশীলন ছিল সকালে। অন্যদিকে, মোহনবাগানের অনুশীলন ছিল বিকেলে। আইএফএ–র পক্ষ থেকে বিকেল ৩টের সময় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ইস্টবেঙ্গেলের হেড কোচ অস্কার ব্রুজো আসেননি। ক্লাবের পক্ষ থেকে পাঠানো হয়েছিল সহকারী কোচ বিনো জর্জকে।

কেন আসেননি অস্কার ব্রুজো?‌ ইস্টবেঙ্গল চেয়েছিল তাদের অনুশীলনের পর সকালেই সাংবাদিক সম্মেলন হোক। কিন্তু আইএফএ বিকেল তিনটেয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করায় ব্রুজো আসেননি। মোহনবাগানের সুবিধা মতো সাংবাদিক সম্মেলন করায় ক্ষুব্ধ ইস্টবেঙ্গল। মোহনবাগানের অনুশীলন ছিল বিকেল ৫টায় আর সাংবাদিক সম্মেলন ছিল বিকেল ৪টেয়।
অস্কার ব্রুজোর সাংবাদিক সম্মেলনে না আসার কারণ প্রসঙ্গে ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জ বলেন, ‘‌বিকেলে টিম মিটিং থাকায় হেড কোচ অস্কার ব্রুজো সাংবাদিক সম্মেলনে আসতে পারেননি। এছাড়া অন্য কোনও কারণ নেই।’‌ ডুরান্ড কাপে জিতলেও শিল্ডের ডার্বিতে অবশ্য মোহনবাগানকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল। তার প্রমাণ পাওয়া গেল বিনো জর্জের কথায়। তিনি বলেন, ‘‌মোহনবাগান বড় দল। সমীহ করতেই হবে। ওরাও শিল্ডকে গুরুত্ব দিচ্ছে। পুরো দল নিয়ে শিল্ড খেলছে।’‌
ডুরান্ড কাপের ডার্বিতে চোটের জন্য হামিদ আহদাদ প্রথমার্ধেই উঠে গিয়েছিলেন। পরিবর্ত হিসেবে মাঠে নামা দিমিত্রিয়স দিয়ামানতাকোসের জোড়া গোলে ডুরান্ড ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। দিয়ামানতাকোসকে ছেড়ে দিয়েছে লাল–হলুদ। তাঁর জায়গায় এসেছেন হিরোশি। তাঁকে ঘিরেই ছক কষছেন অস্কার ব্রুজো। হামিদ ও হিরোশি জুটিকে যদি একসঙ্গে মাঠে নামান ব্রজো, মোহনবাগান রক্ষণের দুর্ভোগ আছে। যদিও সাংবাদিক সম্মেলনে হিরোশিকে খেলানো নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন বিনো জর্জ। তাঁকে পরিবর্ত হিসেবে মাঠে নামানোর সম্ভাবনা বেশি।

এদিকে, শিল্ডের ডার্বিতে পুরো শক্তি নিয়ে নামছে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজরা তো রয়েছেনই, শক্তি বাড়িয়েছেন ব্রাজিলিয়ান রবসন দ্য সিলভা। বাগান কোচ কোচ হোসে মোলিনা ডার্বিতে তাঁর দিকেই তাকিয়ে। তবে আগের ডার্বিতে হার থেকে শিক্ষা নিয়েছেন মোলিনা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘‌আগের ডার্বির মতো ভুল করতে চাই না। ডুরান্ড কাপের ডার্বিতে আমরা হেরেছিলাম। এই ডার্বিটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’‌

ডার্বিতে মনবীর সিংকে পাচ্ছে না মোহনবাগান। তবে বাকিরা সবাই খেলার মতো জায়গায় রয়েছেন। শনিবারের ম্যাচ বিদেশি ফুটবলারদের কাছে অন্যরকম চ্যালেঞ্জ। সম্প্রতি ইরানে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে না যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। বিদেশি ফুটবলারদের ওপর ক্ষিপ্ত মোহনবাগান সমর্থকরা। শিল্ডের ম্যাচ খেলার সময় তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। শনিবারও বিক্ষোভের আশঙ্কা রয়েছে। ডার্বি জিতে সমর্থকদের বিক্ষোভের জবাব দেওয়াই চ্যালেঞ্জ পেত্রাতোস, কামিংসদের কাছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!