Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৩

বাদল অধিবেশনের আগেই বেঙ্গালুরুতে বিরোধী জোটের মেগা বৈঠক, দিনক্ষণ জানিয়ে দিল কং শিবির

আরম্ভ ওয়েব ডেস্ক
বাদল অধিবেশনের আগেই বেঙ্গালুরুতে বিরোধী জোটের মেগা বৈঠক, দিনক্ষণ জানিয়ে দিল কং শিবির

বিজেপি বিরোধী জোটের বৈঠকে ১২ জুলাই শিমলায় হচ্ছে না। পরিবর্তে এই বৈঠক হতে চলেছে ১৭ বা ১৮ জুলাই, বেঙ্গালুরুতে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল জানিয়েছেন, “লোকসভার বাদল অধিবেশনের আগেই বিজেপি বিরোধী জোটের দ্বিতীয় মেগা বৈঠক হতে চলেছে ১৭ বা ১৮ জুলাই,  বেঙ্গালুরুতে।”

ইতিমধ্যেই বিজেপি বিরোধী জোটের প্রথম  বৈঠক হয়েছে বিহারের পাটনায়। সেই বৈঠকেই মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, বিরোধীদের পরবর্তী বৈঠক ১২-১৪-জুলাইয়ের মধ্যে হবে। পরে তা পিছিয়ে যায় বলে জানা যায় গিয়েছিল। তার পরেই জানানো হয় যে এই বৈঠক হতে চলেছে, ১৭-১৮ জুলাই নাগাদ। এবার জানা গেল ১৭ বা ১৮ জুলাই বৈঠক হবে বেঙ্গালুরুতে।

জানা গেছে,  বিহারের পাটনায় বিজেপি বিরোধীদলগুলির জোটের বৈঠকে যে সমস্ত দল হাজির ছিল, বেঙ্গালুরুর বৈঠকেও সেই সমস্ত দলকেই আমন্ত্র জানাচ্ছে কংগ্রেস। প্রসঙ্গত এই বিজেপি বিরোধী জোটের বৈঠক হতে চলেছে সদ্য বিজেপিকে পরাজিত করে বিধানসভায় ক্ষমতায় আসা কর্ণাটকের বেঙ্গালুরুতে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সোমবার জানিয়েছেন, “বৈঠক বাদল অধিবেশনের আগে হবে।’’ সেই মতোই দেখা যাচ্ছে যে এই বৈঠক ২০ জুলাইয়ের আগে শুরু হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রের তফে জানানো হয়েছে, ২০২৩ সালের সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই। তার আগেই বিরোধী শিবির জোট আলোচনায় অংশ নিচ্ছে। যা জাতীয় রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। এদিকে, বিহারের পাটনায় যে বৈঠক হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, লালু প্রসাদ যাদবের আরজেডি, শরদ পাওয়ারের এনসিপি, নীতীশ কুমারের জেডিইউ, উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনার নেতারা ছিলেন। সেই জায়গা থেকে কংগ্রেসের ডাকে বেঙ্গালুরুতে আয়োজিত এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তৃণমূলও আমন্ত্রিত হবে বলেই মনে করা হচ্ছে। এক্ষেক্রে বাংলায় কংগ্রেস ও তৃণমূলের আসন ভাগের ভোট অঙ্ক ঘিরেও জল্পনা এখন তুঙ্গে। সদ্যই এক সাংবাদিক সম্মেলনে লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোট গড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিকে, সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট। সেখানে বাংলায় তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বাম এবং কংগ্রেস। এরপর এই জায়গা থেকে বাংলায় অধীর চৌধুরীর নেতৃত্বাধীন শিবির ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্যাম্প কোনপথে হাঁটে সেদিকে নজর সকলের। সোমবারও মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনের বৈঠকে জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে এনে বাম,কংগ্রেসকে এই রাজ্যে বিজেপির সহযোগি বলে তীব্র সমালোচনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লিতে বিজেপির বিরুদ্ধে আর এখানে আমাদের পিছনে লাগবে। দুই হাতে দুটো লাড্ডু নিয়ে চলবে, এটা আমি হতে দেব না। অন্যদিকে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, দিল্লির আপ সরকারের বিরুদ্ধে কেন্দ্রের আনা অধ্যাদেশের বিরুদ্ধে  কংগ্রেস সংসদে ভোট দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট না করলে কংগ্রেস বিজেপি বিরোধী জোটের বৈঠকে গেলে আম আদমি পার্টি যাবে না।
এখন দেখা যাক ১৭ বা ১৮ জুলাই কংগ্রেসের ডাকা বিজেপি বিরোধী বৈঠকে আম আদমি পার্টি  এবং তৃণমূল যায় কি না সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!