Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ১৮, ২০২৫

গাজায় আবার ইজরায়েলের বিমান হামলা। নিহত প্রায় ২০০, অধিকাংশই শিশু ও মহিলা

আরম্ভ ওয়েব ডেস্ক
গাজায় আবার ইজরায়েলের বিমান হামলা। নিহত প্রায় ২০০, অধিকাংশই শিশু ও মহিলা

হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে অচলাবস্থার মাঝেই গাজায় আবার ব্যাপক বিমান হামলা চালাল ইজরায়েলি সেনাবাহিনী। এই বিমান হামলায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন। আহত আরও বেশি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলার কথা জানানো হয়েছে।

১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে চেষ্টা চলছিল। কিন্তু এই প্রয়াস ব্যর্থ হয়। যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে আলোচনার মাঝেই ইজরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল। হামাসের দাবি, ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভন্ডুল করেছে।

ছোটখাট ড্রোন হামলার মাঝেই মঙ্গলবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস, রাফাসহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২০০ জনেরএ বেশি মানুষ মারা গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগ শিশু ও মহিলা।
ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে। এই হামলা অব্যাহত থাকবে এবং শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে স্থল অভিযানও চালানো হবে। হামাস জানিয়েছে ইজরারেয়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় এখনও আটক থাকা ৫৯ জন জিম্মিকে বিপদের মুখে ঠেলে দিল।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!