Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ৮, ২০২৪

মোবাইল পরিষেবা বন্ধ, পাকিস্তানে শুরু সাধারণ নির্বাচন।জেল থেকেই ভোট দিলেন ইমরান

আরম্ভ ওয়েব ডেস্ক
মোবাইল পরিষেবা বন্ধ, পাকিস্তানে শুরু সাধারণ নির্বাচন।জেল থেকেই ভোট দিলেন ইমরান

প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে কারাগারে বন্দী করেই আজ অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের সাধারণ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কিছু এলাকায় ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো হতে পারে।

দেশের জাতীয় পরিষদে ২৬৬টি আসনে নির্বাচন হচ্ছে। এর পাশাপাশি চারটি প্রদেশের আইনসভারও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা তাঁদের নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করার জন্য দুজন বিধায়কের জন্য ভোট দেবেন, একটা জাতীয় পরিষদের জন্য, অন্যটা প্রাদেশিক। জাতীয় পরিষদের জন্য মোট ৫১২১ জন এবং প্রদেশগুলির জন্য ১২৬৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১৩৪টি আসন পেতে হবে। তবে সরকারের গঠনের জন্য রাজনৈতিক দলগুলি জোট গঠন করতে পারে।

নির্বাচন উপলক্ষ্যে যাতে হিংসা না ছড়ায়, তাই আইন–শৃঙ্খলা বজায় রাখার জন্য গোটা দেশে মোবাইল ফোন পরিষেবা বন্ধ রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রকের এক মুখপাত্র প্রেস বিবৃতিতে বলেছেন, ‘‌সারাদেশে মোবাইল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানে সাম্প্রতিক সশস্ত্র হামলায় অনেকে প্রাণ হারিয়েছে। সম্ভাব্য হুমকি মোকাবিলা করতে আইন–শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য।’‌

পাকিস্তানের সবচেয়ে বড় বিরোধী দল তেহরিক–ই–ইনসাফ মনে করছে নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন হবে না। নির্বাচনের আগে থেকেই পিটিআই নেতাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে, দলীয় প্রতাক কেড়ে নেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোও মনে করছে, নির্বাচনে রাজনৈতিক দলগুলো সমান সুযোগ–সুবিধা পায়নি। এবারের নির্বাচনে এগিয়ে আছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) ও বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এছাড়া জমিয়ত উলেমা–ই–ইসলাম ফজলেরও (জেইউআই–এফ) বড় ভোটব্যাঙ্ক রয়েছে। করাচিতে এই দলের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে।

এদিকে, নির্বাচনের আগের দিন রটানো হয় ইমরান খানের তেহরিক–ই–ইনসাফ পার্টি নির্বাচন বয়কট করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা ভুয়ো খবর। পিটিআইয়ের পক্ষ থেকে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘‌এক্স’‌ হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়েছে, ‘‌তদারকি সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে পিটিআইয়ের নির্বাচন বয়কট নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পিটিআই নির্বাচনী লড়াইয়ে আছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!