- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৩০, ২০২৩
ইমরান খানের মনোনয়ন বাতিল, হতাশ পিটিআই সমর্থকরা
সাধারণ নির্বাচনে লড়তে পারবেন না ইমরান খান ৷ শনিবার জানিয়ে দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন ৷ দুর্নীতির মামলায় সাজা হওয়ায় তাঁর নির্বাচনে লড়ার উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি ছিল ৷ তার পরও তিনি মনোনয়ন পেশ করেছিলেন ৷ বাতিল করা হয়েছে ইমরানের মনোনয়ন।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। পাকিস্তান নির্বাচন কমিশনের এই নির্দেশের পর আর পাকিস্তানের জাতীয় নির্বাচনে লড়তে পারবেন না পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ বা পিটিআই নেতা। নিঃসন্দেহে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য এটা একটা বড় ধাক্কা। শনিবার এই খবর প্রকাশ্যে আসতেই পিটিআই- দলের প্রার্থীদের মধ্যে হতাশা প্রকট হয়ে উঠেছে।
প্রথম থেকেই ইমরানের গ্রেফতারি ও জেলবন্দি হওয়ার পর তিনি নির্বাচনে লড়তে পারবেন না বলে পাক প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। তার পরেও শুক্রবার ইমরান মিঁয়াওয়ালি কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন এবং শনিবার সেই মনোনয়ন বাতিল হয়ে যায়।
২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা প্রস্তাবে পরাজয়ের পর ইমরানের প্রধানমন্ত্রীত্ব চলে যায়। তার পর থেকে ইমরানের বিরুদ্ধে একের পর এক নানান দুর্নীতির অভিযোগ ওঠে। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি যে সমস্ত পরিষ্কার পাক সরকার পেয়েছিল সেই পুরস্কার বিক্রি করে দেওয়ার অভিযোগে ২০২২-এর ৫ অগাস্ট ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। এই শাস্তির পর জানিয়ে দেওয়া হয় আগামী ৫ বছর ইমরান খান পাকিস্তানের কোনও নির্বাচনে লড়তে পারবেন না। এর পর এই নির্দেশের বিরুদ্ধে ইসলামাবাদ আদালতের দ্বারস্থ হন ইমরান খান। হাই কোর্ট ইমরানের সেই আবেদন খারিজ করে দেয়। এর পর পিটিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট একটি মামলায় ইমরানকে জামিন দিয়েছে। কিন্তু অন্য একটি মামলার ফলে ইমরান খান এখনও জেলের বাইরে আসতে পারেননি। অবশেষে পাকিস্তান নির্বাচন কমিশন শনিবার ইমরান খানের মনোনয়ন বাতিল করে দিল।
❤ Support Us