- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ৩, ২০২৩
পঞ্চায়েত ভোটের ভার্চুয়াল প্রচারে উঠে এল জাতীয় রাজনীতি প্রসঙ্গ। বিরোধীদের এক বন্ধনীতে বিঁধলেন মমতা
বিষয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভা। কালীঘাট থেকে বীরভূমের দুবরাজপুরের সেই সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে বিজেপি,সিপিএম,কংগ্রেসকে এক বন্ধনীতে রেখে তীব্র সমালোচনা করলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ে অভিযোগ, দিল্লিতে বিজেপিকে হারাতে বাম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে জোট করছে। কিন্তু বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে বাম-কংগ্রেস। এরপরই তাঁর খোঁচা, দুহাতে দুটো লাড্ডু নিয়ে চলবেন, তা তো হয় না।
এদিকে বাম, কংগ্রেসের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবে আশা করেন তিনি এই রাজ্যে বাম,কংগ্রেসকে শেষ করবে আর সেই বাংলায় বাম,কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করবে?
সোমবার ভার্চুয়ালি দুবরাজপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “বাম-রাম-শ্যাম এক হয়েছে।” এরপরই তিনি দিল্লির বিরোধী জোটের প্রসঙ্গ টেনে এনে বাম ও কংগ্রেসকে তীব্র ভাবে রাজনৈতিক আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দিল্লিতে বামেরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। কংগ্রেসও লড়াই করছে। আমরাও আছি ওদের লড়াইয়ে। এদিকে বাংলায় এসে বলছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই কর। মমতার বিরুদ্ধে লড়াই কর।” সঙ্গে তাঁর খোঁচা, “দুই হাতে দুই লাড্ডু নিয়ে চলবে! দিল্লিতে এক লাড্ডু, আর বাংলাতে আরেক লাড্ডু! এটা তো হয় না।”
পঞ্চায়েত ভোটে রাজ্যে ৬ তৃণমূল কর্মীর খুন হয়েছে বলে এদিন অভিযোগ করলেন তৃণমূলনেত্রী। ভারচুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “আমি আমার ৬ কর্মীকে হারিয়েছি। সবটাই করেছে বাম, বিজেপি আর কংগ্রেস মিলে। বিরোধীরা কী সুন্দর বেরাচ্ছে। যা ইচ্ছে তাই করছে।”
তবে যেখানে পঞ্চায়েত ভোট প্রচারের বিষয়, বাংলায় বাম,কংগ্রেসের প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাজ্যে বাম, কংগ্রেসের তৃণমূলকে সমর্থন করতে হবে? বাম, কংগ্রেস পাল্টা প্রশ্ন করছেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কতটা জায়গা দেন?
❤ Support Us






