Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • অক্টোবর ১৫, ২০২৫

মহাভারতের কর্ণ প্রয়াত

আরম্ভ ওয়েব ডেস্ক
মহাভারতের কর্ণ প্রয়াত

অভিনেতা পঙ্কজ ধীর, যিনি বি আর চোপড়ার ১৯৮৮ সালের টিভি সিরিজ মহাভারত-এ কর্ণ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

অসুস্থ পঙ্কজ ধীর গত কয়েক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । তিনি ক্যান্সারে ভুগছিলেন।

পঙ্কজ ধীরের অন্যান্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় টিভি ধারাবাহিক চন্দ্রকান্তা, বাধো বহু, জি হরর শো, কানুন, এবং সাম্প্রতিক সসুরাল সিমর কা, পাশাপাশি চলচ্চিত্র যেমন সোলজার, আন্দাজ, বাদশাহ, ও তুমকো না ভুল পায়েঙ্গে।

তাঁর পুত্র নিকিতিন ধীরও একজন অভিনেতা, যিনি চেন্নাই এক্সপ্রেস, যোধা আকবর, এবং সূর্যবংশী-র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। পুত্রবধূ কৃতিকা সেনগারও একজন অভিনেত্রী, যিনি এক বীর স্ত্রী কি কাহানী – ঝাঁসি কি রানি-তে অভিনয় করেছেন।

পাঞ্জাবের বাসিন্দা পঙ্কজ ধীর ছিলেন চলচ্চিত্র নির্মাতা সি এল ধীরের পুত্র, যিনি বহু বেটি এবং জিন্দেগির মতো গীতা বালী অভিনীত চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। অভিনয়ের পাশাপাশি, পঙ্কজ ধীর চলচ্চিত্র নির্মাণে নিজেকে যুক্ত রাখেন। তিনি ভাই সতলুজ ধীরের সঙ্গে মুম্বাইয়ে ভিসাজ স্টুডিওজ নামে একটি শুটিং স্টুডিও গড়ে তোলেন। ২০১০ সালে, তিনি অভিনয় শিক্ষার্থীদের জন্য অভিনয় অ্যাকাডেমি স্থাপন করেন।

১৯৮০-এর দশকে ছোট ছোট চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজ দুনিয়ায় প্রবেশ করেন তিনি, কিন্তু মহাভারত-এ কর্ণ চরিত্রের মাধ্যমেই তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।

মহাভারতে কর্ণ চরিত্রে তিনি ছিলেন ভারতীয় টেলিভিশনের প্রথম দিকের অ্যান্টি-হিরোদের একজন। শ্রোতারা কর্ণের পরিচয় অনুসন্ধান, শ্রেণী ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ, এবং কুরুক্ষেত্রে শ্রেষ্ঠ যোদ্ধা হওয়ার আকাঙ্ক্ষায় বিভ্রান্ত ছিলেন — তাঁকে সমর্থন করবেন কি না, সেটি স্পষ্ট ছিল না।

মহাভারত-এর কর্ণ চরিত্রের ছায়া তার কেরিয়ারে দীর্ঘকাল থেকে গেলেও, তিনি আরেকটি চরিত্রকেও স্মরণীয় করে তুলেছিলেন, সেটি হলো চন্দ্রকান্তা ধারাবাহিকে চুনারগড়ের রাজা শিবদত্ত। ১৮৮৮ সালের দেবকী নন্দন খত্রীর উপন্যাস অবলম্বনে তৈরি ধারাবাহিকটি ১৯৯৪ সালে প্রচারিত হয়েছিল।

কর্ণের মতোই, শিবদত্ত চরিত্রটিও একজন অ্যান্টি-হিরো ছিলেন — এক বিষপুরুষ, যার স্পর্শ, চুম্বন বা আঁচড় পর্যন্ত অন্যদের জন্য প্রাণঘাতী হতে পারত।

টেলিভিশনে তাঁর শেষ কাজ ছিল ধ্রুব তারা – সময় সীমানার বাইরে (২০২৪)। এছাড়া তিনি ২০১৯ সালের ওয়েব সিরিজ পয়জন-এও অভিনয় করেন।

পঙ্কজ ধীরের শেষকৃত্য আজ বিকেল ৪টায় মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার পবন হংস শ্মশানে সম্পন্ন হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!