Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২, ২০২২

যোগীরাজ্যে আবার পিটবুলের হামলা, ক্ষতবিক্ষত শিশুর কান!

দোলনায় দোল খাচ্ছিল এক শিশু কন্যা উত্তরপ্রদেশের মিরাটে। হঠাৎ পিটবুল প্রজাতির একটি কুকুর ছটে এসে তাঁর কান কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়।

আরম্ভ ওয়েব ডেস্ক
যোগীরাজ্যে আবার পিটবুলের হামলা, ক্ষতবিক্ষত শিশুর কান!

চিত্র সংগৃহীত

দোলনায় দোল খাচ্ছিল এক শিশু কন্যা উত্তরপ্রদেশের মিরাটে। হঠাৎ পিটবুল প্রজাতির একটি কুকুর ছটে এসে তাঁর কান কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। গুরুতর মেয়েটিএক দিল্লির গঙ্গারাম হাসপাতালে আস্ত্রপচার করা হয়েছে। আপাতত সে বিপদ মুক্ত। বেশ কিছুদিন জুড়ে পিটবুলরা উত্তরপ্রদেশের নানা এলাকায় উপদ্রপ শুরু করেছে। লখনৌতে এক বৃদ্ধকে খুবলে খেয়েছে। গাজিয়াবাদে একটি মেয়ের কান কামড়ে দেহ থেকে ছিন্ন করে দেয়। মিরাটের সর্বশেষ কান্ডটি ঘটাল। প্রশাসন নির্বিকার!


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!