- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ৭, ২০২৪
৪০ পার করুক কংগ্রেস,এটাই প্রার্থনা। মমতার বক্তব্য উত্থাপন করেই রাজ্যসভায় হাত শিবিরকে খোঁচা মোদির
মমতার সুরেই এবার হাত শিবির কে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি । শুক্রবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কংগ্রেসের উদ্দেশে বলেছিলেন, গোটা দেশে ৩০০ আসনে লড়ুক কংগ্রেস । চল্লিশটাও পার করতে পারবে না । মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনেই রাজ্যসভায় কংগ্রেসকে খোঁচা দিলেন নরেন্দ্র মোদি ।
রাজ্যসভায় মল্লিকার্জুন তাঁর ভাষণে মুখ ফসকে বলে ফেলেছিলেন, এবার চারশ পার করবে বিজেপি । এদিন প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ টেনে এনে বলেন, ওনার ইচ্ছা যেন পূরণ হয় । সেই সঙ্গে আমারও একটা প্রার্থনা রয়েছে । এরপরই মোদির কটাক্ষ, ‘পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে আপনাদের কাছে, আপনারা চল্লিশও পার করতে পারবেন না ।’ তিনি আরও বলেন, ‘আজ আমি একটা প্রার্থনা করতে চাই । প্রার্থনা করার অধিকার তো আমার রয়েছেই, আমি প্রার্থনা করি যাতে তারা ৪০টি আসন ধরে রাখতে পারে । কংগ্রেস দীর্ঘদিন দেশকে শাসন করেছে । ক্ষমতায় ছিল বহু দিন । বর্তমানে তাদের অবস্থা দেখলে আমার করুণা হয় । আমার সমবেদনা রইল ওদের জন্য ।’
বুধবার রাজ্যসভায় বাজেট পেশের জবাবি ভাষণে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের উদ্দ্যেশে মোদি বলেন, ‘ কংগ্রেসের রানি এবং কমান্ডো আজ অনুপস্থিত । তাই বিরোধী দলনেতা এত কথা বলার সুযোগ পাচ্ছেন । ’
এদিন প্রধানমন্ত্রী মোদির ভাষণ ছিল পুরোটাই রাজনৈতিক । কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, আজকাল দেশে ফের জাত-পাত নিয়ে অনেক কথা হচ্ছে। দলিত, আদিবাসী এবং অনগ্রসর শ্রেণি । কংগ্রেস জন্ম থেকেই এদের সবথেকে বড় বিরোধী । বাবাসাহেব আম্বেদকর না থাকলে, এসসি-এসটি সংরক্ষণ পেত কিনা কে জানে?বাবাসাহেব আম্বেদকরের ভাবনা-চিন্তাকে ভুলিয়ে দিতে চেষ্টার কসুর রাখেনি কংগ্রেস। তাঁকে ভারতরত্ন দেয়নি তারা । অনগ্রসর শ্রেণি থেকে আসা কংগ্রেস সভাপতি সীতারাম কেশরীকে ফুটপাতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল ।
রাজ্যসভায় এদিন প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরও দেশে দাসত্বের মনোভাব কারা এগিয়ে নিয়ে গিয়েছিল? যদি কংগ্রেস ইংরেজদের দ্বারা প্রভাবিত ছিল না, তাহলে কেন ইংরেজদের তৈরি ভারতীয় দণ্ডবিধি কেন বদলাননি ? কেন রাজপথকে কর্তব্যপথে বদলাননি? কেন আন্দামান নিকোবর দ্বীপে ইংরেজদের ছাপ থেকে গিয়েছিল? কেন ভারতীয় ভাষায় পড়াশোনাকে উৎসাহ দেননি ? ইউপিএ সরকারের ১০ বছরের সময়, মনমোহন সিং বলেছিলেন, ‘সাংসদরা জানেন, আমাদের অর্থনৈতিক বৃদ্ধির গতি কমে গিয়েছে । রাজস্বঘাটতি আমাদের অনুমানের থেকেও বেড়ে গিয়েছে । গত দুই বছর ধরে দাম বাড়ছে । ’ কংগ্রেসের নীতির গ্যারান্টি নেই, নেতার গ্যারান্টি নেই, তাই তারা মোদির গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছেন ।
❤ Support Us