Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৭, ২০২৪

৪০ পার করুক কংগ্রেস,এটাই প্রার্থনা। মমতার বক্তব্য উত্থাপন করেই রাজ্যসভায় হাত শিবিরকে খোঁচা মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
৪০ পার করুক কংগ্রেস,এটাই প্রার্থনা। মমতার বক্তব্য উত্থাপন করেই রাজ্যসভায় হাত শিবিরকে খোঁচা মোদির

মমতার সুরেই এবার হাত শিবির কে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি । শুক্রবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কংগ্রেসের উদ্দেশে বলেছিলেন, গোটা দেশে ৩০০ আসনে লড়ুক কংগ্রেস । চল্লিশটাও পার করতে পারবে না । মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনেই রাজ্যসভায় কংগ্রেসকে খোঁচা দিলেন নরেন্দ্র মোদি ।

রাজ্যসভায় মল্লিকার্জুন তাঁর ভাষণে মুখ ফসকে বলে ফেলেছিলেন, এবার চারশ পার করবে বিজেপি । এদিন প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ টেনে এনে বলেন, ওনার ইচ্ছা যেন পূরণ হয় । সেই সঙ্গে আমারও একটা প্রার্থনা রয়েছে । এরপরই মোদির কটাক্ষ, ‘পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে আপনাদের কাছে, আপনারা চল্লিশও পার করতে পারবেন না ।’ তিনি আরও বলেন, ‘আজ আমি একটা প্রার্থনা করতে চাই । প্রার্থনা করার অধিকার তো আমার রয়েছেই, আমি প্রার্থনা করি যাতে তারা ৪০টি আসন ধরে রাখতে পারে । কংগ্রেস দীর্ঘদিন দেশকে শাসন করেছে । ক্ষমতায় ছিল বহু দিন । বর্তমানে তাদের অবস্থা দেখলে আমার করুণা হয় । আমার সমবেদনা রইল ওদের জন্য ।’

বুধবার রাজ্যসভায় বাজেট পেশের জবাবি ভাষণে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের উদ্দ্যেশে মোদি বলেন, ‘ কংগ্রেসের রানি এবং কমান্ডো আজ অনুপস্থিত । তাই বিরোধী দলনেতা এত কথা বলার সুযোগ পাচ্ছেন । ’

এদিন প্রধানমন্ত্রী মোদির ভাষণ ছিল পুরোটাই রাজনৈতিক । কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, আজকাল দেশে ফের জাত-পাত নিয়ে অনেক কথা হচ্ছে। দলিত, আদিবাসী এবং অনগ্রসর শ্রেণি । কংগ্রেস জন্ম থেকেই এদের সবথেকে বড় বিরোধী । বাবাসাহেব আম্বেদকর না থাকলে, এসসি-এসটি সংরক্ষণ পেত কিনা কে জানে?বাবাসাহেব আম্বেদকরের ভাবনা-চিন্তাকে ভুলিয়ে দিতে চেষ্টার কসুর রাখেনি কংগ্রেস। তাঁকে ভারতরত্ন দেয়নি তারা । অনগ্রসর শ্রেণি থেকে আসা কংগ্রেস সভাপতি সীতারাম কেশরীকে ফুটপাতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল ।

রাজ্যসভায় এদিন প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরও দেশে দাসত্বের মনোভাব কারা এগিয়ে নিয়ে গিয়েছিল? যদি কংগ্রেস ইংরেজদের দ্বারা প্রভাবিত ছিল না, তাহলে কেন ইংরেজদের তৈরি ভারতীয় দণ্ডবিধি কেন বদলাননি ? কেন রাজপথকে কর্তব্যপথে বদলাননি? কেন আন্দামান নিকোবর দ্বীপে ইংরেজদের ছাপ থেকে গিয়েছিল? কেন ভারতীয় ভাষায় পড়াশোনাকে উৎসাহ দেননি ? ইউপিএ সরকারের ১০ বছরের সময়, মনমোহন সিং বলেছিলেন, ‘সাংসদরা জানেন, আমাদের অর্থনৈতিক বৃদ্ধির গতি কমে গিয়েছে । রাজস্বঘাটতি আমাদের অনুমানের থেকেও বেড়ে গিয়েছে । গত দুই বছর ধরে দাম বাড়ছে । ’ কংগ্রেসের নীতির গ্যারান্টি নেই, নেতার গ্যারান্টি নেই, তাই তারা মোদির গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!