- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২২, ২০২৪
অযোধ্যা পৌঁছলেন মোদি, ৮৪ সেকেন্ড জুড়ে রামলালার প্রাণপ্রতিষ্ঠা, ভজন গাইলেন শঙ্কর মহাদেবন
অযোধ্যা পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেই হেলিকপ্টার থেকে সেই ছবি পোস্ট করেছেন। রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র জন্য বেছে নেওয়া হয়েছে ‘অভিজিৎ মুহূর্ত’।বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হবে। এই মুহূর্ত চলবে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে ৮৪ সেকেন্ডে ‘প্রাণপ্রতিষ্ঠা’।
অযোধ্যায় রাম ভজন পরিবেশন করেছেন সংগীত শিল্পী শঙ্কর মহাদেবন। পৌঁছেছেন তেলুগু চলচ্চিত্র তারকা চিরঞ্জীবি এবং রাম চরণ। রামমন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেতা মনোজ যোশী। পৌঁছেছেন পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, ভিকি কৌশল তথা অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সাদা কুর্তা-পাজামা পরেছেন ভিকি। ক্যাটরিনা পরেছেন উজ্জ্বল সোনালি রঙের শাড়ি।
রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্য থেকে সাধু-সাধ্বীরা উপস্থিত হয়েছেন অযোধ্যায়। ভক্তদের আগমন হয়েছে বিদেশ থেকেও। তার মধ্যেই রয়েছে ব্রিটেন থেকে আগত সাধ্বীদের একটি দল।
সোমবার রামমন্দিরে ১৮টি রাজ্যের ৫০টি সাবেকী বাদ্যযন্ত্র বাজবে। সেই ‘মঙ্গলধ্বনি’ দিয়ে শুরু হবে অযোধ্যার মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কর্মীরা সংবাদ মাধ্যম কে জানিয়েছেন, ‘মঙ্গলধ্বনি’ হল ‘বিরলের মধ্যে বিরলতম’ সঙ্গীতানুষ্ঠান।
❤ Support Us