Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৫, ২০২৪

“দিদির দীর্ঘায়ু, সুস্থতা কামনা করি”, জন্মদিনে মমতাকে মোদির শুভেচ্ছা

আরম্ভ ওয়েব ডেস্ক
“দিদির দীর্ঘায়ু, সুস্থতা কামনা করি”, জন্মদিনে মমতাকে মোদির শুভেচ্ছা

রাজনৈতিক বিবাদ থাকলেও ভারতীয় রাজনীতিতে সৌজন্য শব্দটা এখনও আছে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন শুক্রবার,৫ জানুয়ারি।


নরেন্দ্র মোদি শুক্রবার সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন তিনি।

খাতায় কলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ১৯৫৫ সালের ৫ জানুয়ারি। স্কুল,কলেজের সার্টিফিকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই জন্ম তারিখ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের লেখা “একান্তে” বইতে লিখেছেন, ”মা’র কথানুযায়ী দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম। এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পর নাকি বৃষ্টি থেমে যায়।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার তৃণমূলের সব নেতানেত্রী মুখ্যমন্ত্রীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!