Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৯, ২০২২

দিল্লিতে নেহেরু মিউজিয়ামের পাশেই ‘পিএম মিউজিয়াম’ । দেশের সব প্রধানমন্ত্রীর কৃতিত্বকে স্বীকৃতি জানাতে উদার নরেন্দ্র ।

১৪ এপ্রিল আম্বেদকারের জন্মদিনে উদ্বোধন সংগ্রহশালার ।

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লিতে নেহেরু মিউজিয়ামের পাশেই ‘পিএম মিউজিয়াম’ । দেশের সব প্রধানমন্ত্রীর কৃতিত্বকে স্বীকৃতি জানাতে উদার নরেন্দ্র ।

শুধু নেহেরু নন, দেশের সব প্রধানমন্ত্রীর কৃতিত্বকে স্বীকৃতি দেবে মোদি সরকার। পিএম মিউজিয়াম তৈরি হয়ে নেহেরু মিউজিয়ামের পাশে। আগামী ১৪ এপ্রিল মিউজিয়ামটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

মঙ্গলবার বিজেপি সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এনডিএ সরকার সব প্রাক্তন প্রধানমন্ত্রীর কাজকে স্বীকৃতি দেয় । দেশের ১৪ জন প্রধানমন্ত্রী সম্পর্কে সব তথ্য থাকবে এই সংগ্রহশালায়। সংগ্রহশালাটি ঘুরে দেখার জন্য বিজেপির সব সাংসদকে অনুরোধ করেছেন নরেন্দ্র মোদি। ১৪ এপ্রিল, বি আর আম্বেদকরের জন্মদিন। আম্বেদকরকে নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করেছে সরকার। এদিন আম্বেদকর সংগ্রহশালাতেও সাংসদ-বিধায়কদের যেতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী ।

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জীবন, তাঁর অবদান নিয়ে নেহেরুর বাসভবনে একটি মিউজিয়াম রয়েছে। তাঁর পাশেই সব প্রধানমন্ত্রীর অবদান নিয়ে সংগ্রহশালাটি তৈরি করতে খরচ হয়েছে ২৭০ কোটি টাকা। ২০১৮ সালে এই প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। ২০২০ সালের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল। এ ব্যাপারে কেন্দ্রের বারবার সিদ্ধান্ত বদল এবং করোনাজনিত কারণে কাজ শেষ করতে বিলম্ব হয়েছে। সময় লেগে গেল। এক সময় শোনা যাচ্ছিল, নেহেরু মিউজিয়ামের নাম বদলে দিয়ে ‘পিএম সংগ্রহশালা’ করা হতে পারে। এখন বোঝা যাচ্ছে, এই খবর ভিত্তিহীন । নেহেরু মিউজিয়াম আগের মতোই থাকছে। পাশে তৈরি হচ্ছে পিএম সংগ্রহশালা।

মোদির দাবি করেছেন, এনডিএ সরকারই প্রথম সরকার যে আগের সব প্রধানমন্ত্রীর কৃতিত্বকে স্বীকৃতি দিচ্ছে।উল্লেখ করা জরুরি, কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক বাধ্যবাধকতার চাপে মোদি বারবার কংগ্রেসের সমালোচনা করেছেন । প্রশ্ন তুলেছেন, নেহেরু থেকে মনমোহন পর্যন্ত কংগ্রেস দেশের জন্য কী করেছে? এবার এসব প্রশ্নকে স্তিমিত রেখে সব প্রধানমন্ত্রীর কাজের স্বীকৃতি দিয়ে দেশের ঐতিহ্যকে সম্মান জানানোর ক্ষেত্রে নিজেকে দলীয় রাজনীতির উর্দ্ধে নিয়ে যেতে চাইছেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!