- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ২০, ২০২৪
কবি মিনার মনসুর থেকে কন্ঠশিল্পী কল্যাণী ঘোষ, ড. জিনবোধি ভিক্ষু সহ ১৫ কৃতীকে একুশে পদক। মরণোত্তর সম্মান রুদ্র মুহম্মদ ও পাঁচ বিশিষ্টকে
‘একুশে পদক’-এ সম্মানিত হলেন ২১ বিশিষ্ট। মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাপকদের হাতে পদক তুলে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
স্বাধীনতা পুরস্কারের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার একুশে পদক । ভাষা শহীদদের স্মরণে ১৯৭৬ থেকে নিয়মিত, সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীদের সম্মানিত করে সে দেশের সরকার । ২০২৪ সালে ২১জন প্রপাকদের মধ্যে ছয় কৃতী মরণোত্তর এই পদকে সম্মানিত হলেন । বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রক গত ১৩ ফেব্রুয়ারি এবছরের সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছিল ।
এবার মরণোত্তর একুশে পদক পেলেন ভাষাযোদ্ধা মৌলবি আশরাফুদ্দীন আহমদ, মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া । ভাষা ও সাহিত্যে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, সংগীতে জালাল উদ্দীন খাঁ, শিল্পী বিদিত লাল দাস, এন্ড্রু কিশোর। বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মান নিলেন তাঁদের পরিবারের সদস্যরা ।
এবছর ভাষা ও সাহিত্য বিভাগে সম্মানিত করা হল বিশিষ্ট কবি মিনার মনসুরকে। তাঁর জন্ম চট্টগ্রামের পটিয়ার বড়লিয়ায় । বাংলাদেশের দৈনিক ইত্তেফাকে সম্পাদনা বিভাগের গুরুদায়িত্ব সামলেছেন দীর্ঘ দিন। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ।
‘এই অবরুদ্ধ মানচিত্রে’, ‘অনন্তের দিনরাত্রি’, ‘অবিনশ্বর মানুষ’ সহ একাধিক কাব্যগ্রন্থ, প্রবন্ধ এবং গল্প ও উপন্যাস লিখেছেন তিনি। কলকাতার আরম্ভ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে তাঁর কবিতার বই ‘পা পা করে তোমার দিকেই যাচ্ছি’। পাশাপাশি আরম্ভ পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর কবিতা, গল্প এবং উপন্যাস।একই বিভাগে মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন একুশে পদক পেয়েছেন ।
মুক্তিযুদ্ধে যাঁর কণ্ঠে উজ্জীবিত হয়েছিল গোট দেশ, স্বাধীন বাংলা বেতারের সেই কন্ঠশিল্পী কল্যাণী ঘোষকে এবার একুশে পদক সম্মানে সম্মানিত করা হল । একই বিভাগে পদক পেয়েছেন গায়ক শুভ্র দেব।
নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, অভিনয়ে ডলি জহুর ও এম এ আলমগীর, আবৃত্তিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা), রূপা চক্রবর্তী এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাত থেকে পদক পেলেন।
চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। সমাজসেবায় মো. জিয়াউল হক ও লায়ন রফিক আহামদ একুশে পদকে সম্মানিত হয়েছেন। চট্টগ্রামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘মমতা’র প্রধান রফিক আহামদ। দীর্ঘদিন ধরে নারীদের সমাজিক উন্নয়নের জন্য কাজ করছেন । পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবায় নিয়োজিত এই সংস্থা ।
প্রত্যেক পুরস্কারপ্রাপকদের হাতে এদিন স্বর্ণপদক, মানপত্র এবং চার লাখ টাকা পুরস্কার হিসেবে তুলে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
❤ Support Us