Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২১, ২০২৪

কৃষক বিক্ষোভে উত্তাল রাজধানী সীমান্ত । আবরাও আলোচনার প্রস্তাব কেন্দ্রের

আরম্ভ ওয়েব ডেস্ক
কৃষক বিক্ষোভে উত্তাল রাজধানী সীমান্ত । আবরাও আলোচনার প্রস্তাব কেন্দ্রের

কৃষিতে নূন্যতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবিতে ফের উত্তাল রাজধানী সীমান্ত । নিজেদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে নতুন করে কৃষকরা দিল্লি চলো অভিযান শুরু করল । তাদের মিছিল রুখতে পাল্টা তৎপর পুলিশ ।

প্রায় ১৪ হাজার কৃষক এবং ১২০০ ট্রাক্টার নিয়ে শম্ভু সীমান্ত পেরিয়ে দিল্লিতে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে । বিক্ষোভকারীদের ঠেকাতে লাগাতার কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ । এর মধ্যেই পঞ্চম দফায় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা ফের একবার কৃষকদের আলোচনার টেবিলে বসার ডাক দিয়েছেন । নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, চারবার বৈঠক হয়েছে। পঞ্চমবার বৈঠকের জন্য তৈরি সরকার । এমএসপি নিয়ে কৃষকদের দাবি আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব । পাশাপাশি কৃষকদের কাছে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুরোধ করছেন তিনি ।

আগের চার বৈঠকে কেন্দ্রের প্রস্তাব মানতে নারাজ বলে জানিয়ে দিয়েছে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি ।

২০২০-২১ এর পর এবছর ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই কৃষক আন্দোলন । কৃষিতে নূন্যতম সহায়ক মূল্য সহ একাদিক দাবিতে তারা দিল্লি অভিযানের ডাক দেয় । হরিয়ানা সীমান্তের কাছে কৃষকদের আটকে দেয় পুলিশ । সেখানেই পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ বাঁধে । গতকালই কৃষক নেতা সরওয়ান সিং পান্ধের জানান, কোনও মতেই সরকার আন্দোলনকারী কৃষকদের দিল্লিতে প্রবেশ করতে দিতে চায় না । আলোচনাই যদি সমস্যা সমাধানের উপায় হয়, তবে কৃষকদের দিল্লি প্রবেশ রুখতে কেন পুলিশি বাধা । কৃষকদের রুখতে শেল-কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। কাশ্মীরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানায় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!